পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
মোহাম্মদ আবদুল মান্নান সম্প্রতি রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসাবে পদোন্নতি লাভ করেছেন। এর আগে তিনি উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসাবে কর্মরত ছিলেন। মান্নান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তাছাড়াও, আবদুল মান্নান বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে পার্সোন্যাল ম্যানেজমেন্টের উপরস্নাতকোত্তর ডিপ্লোমায় প্রথম শ্রেণী লাভ করেন। ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং ৩৩ বছরের বেশী সময়ে তিনি ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করেন।
তিনি বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনারে মোটিভেশনাল স্পিকার হিসাবে সর্বজন স্বীকৃত। পাশাপাশি তিনি পেশাগত দক্ষতা অর্জনের জন্য অনেক প্রশিক্ষণ, সেমিনার এবং কনফারেন্সে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।