Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বসুন্ধরার এমডি আসামি দেশত্যাগে নিষেধাজ্ঞা

গুলশানের ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধার : থানায় মামলা মুনিয়ার ডাইরিতে কী লেখা রয়েছে? সিসি ফুটেজসহ ডিজিটাল ডিভাইস জব্ধ সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় লাশ ছিল : পা ছিল খাটে

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

রাজধানীর গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় গুলশান থানায় দায়েরকৃত মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। ওই তরুণীর নাম মোসারাত জাহান মুনিয়া। সে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির শিক্ষার্থী। মোসারাতের বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এর প্রেক্ষিতে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ শহীদুল ইসলাম দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের করা আবেদন মঞ্জুর করেন। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে গুলশান থানার নিবন্ধন কর্মকর্তা আলমগীর হোসেন এ তথ্য জানান।

ডিসি গুলশান (ক্রাইম ডিভিশন) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, গত সোমবার দিবাগত রাতে গুলশান ২ নম্বরের ১২০ নম্বর রোডের ১৯ নম্বর ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করা হয়। তার বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। বাড়ি কুমিল্লার উজির দিঘিরপাড়। এক লাখ টাকা ভাড়ায় মাস দুয়েক আগে ফ্ল্যাটটি ভাড়া নেন মোসারাত। ঠিক কী কারণে তরুণী আত্মহত্যা করলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ সউদ্ধারের পর পরই বাসার সিসি ক্যামেরার ফুটেজসহ অন্যান্য ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে গুলশান থানার নিবন্ধন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেছিলেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল হাসান। আদালত আবেদনটি মঞ্জুর করেছেন। সেই সঙ্গে ইমিগ্রেশন পুলিশকে নির্দেশ দিয়েছেন সায়েম সোবহান আনভীর যেন দেশত্যাগ করতে না পারেন। এদিকে মামলার এজাহারে বড় বোন নুসরাত জাহান উল্লেখ করেছেন, আমার বোন মোসারাত মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির শিক্ষার্থী। দুই বছর আগে আসামি বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের সঙ্গে বোনের পরিচয় হয়। পরিচয়ের পর থেকেই বিভিন্ন রেস্টুরেন্টে তারা দেখা করতো এবং মোবাইল ফোনে কথা বলতো। এক পর্যায়ে আমার বোন মুনিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার।

২০১৯ সালে উক্ত আসামি আমার বোনকে স্ত্রী পরিচয় দিয়ে বনানীতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করে। গত বছরের ফেব্রুয়ারিতে আসামির পরিবার মুনিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা জানতে পারে। পরে পিয়াসা নামে এক নারীর মাধ্যমে আনভীরের মা মুনিয়াকে ডেকে নিয়ে ভয়ভীতি দেখায় এবং ঢাকা থেকে চলে যেতে বলে।

মামলার এজাহারে তিনি আরো বলেছেন, এ ঘটনার পর আসামি আমার বোনকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে কৌশলে কুমিল্লায় পাঠিয়ে দেয়। সর্বশেষে মুনিয়াকে গত ১ মার্চ আসামি সায়েম সোবহান আনভীর প্ররোচিত করে আমার এবং আমার স্বামীর এনআইডি কার্ড দিয়ে বাসা ভাড়া নিতে বলে। কুমিল্লা থেকে ফুসলিয়ে মুনিয়াকে নিয়ে এসে গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার বি/৩ ফ্যাটটি ভাড়া নেয় আসামি। ভাড়া নেয়া ফ্ল্যাটের একটি কক্ষে আসামি সায়েম সোবহান আনভীর ও মুনিয়ার ছবি বাঁধিয়ে রাখে। এমনভাবে রাখে যেন তাদের ছবি দেখলে মনে হয় তারা স্বামী-স্ত্রী। আনভীর এলে ওই কক্ষটিতে থাকতো।

এজাহারে বলা হয়েছে, আমার বোনের মাধ্যমে আমি জানতে পারি আসামি আনভীর মুনিয়াকে বিয়ে করে দেশের বাইরে সেটেল করবে। কারণ, বাংলাদেশে যদি আসামির বাবা-মা মুনিয়ার সঙ্গে সম্পর্কের কথা জানতে পারে তাহলে আনভীরকে কিছু করবে না। মুনিয়াকেই মেরে ফেলবে।

মামলায় বলা হয়, গত ১ মার্চ থেকে আসামি সায়েম সোবহান আনভীর আমার বোন মুনিয়াকে গুলশানের ফ্ল্যাটে রাখে। সে মাঝে মাঝে ওই ফ্ল্যাটে স্বামীর মতো আসা যাওয়া করতো। গত শুক্রবার আমার বোন ফোন করে জানায়, আনভীর তাকে বকা দেয়, কেন সে ফ্ল্যাট মালিকের বাসায় গিয়ে ইফতার করে এবং ছবি তোলে। কারণ জানতে চাইলে আনভীর বলে ফ্ল্যাট মালিকের স্ত্রী ফেসবুকে ছবি পোস্ট করেছে। এটা পিয়াসা দেখেছে। পিয়াসা মালিকের স্ত্রীর ফেসবুক ফ্রেন্ড এবং পরিচিত ছিলেন। পিয়াসা তার মাকে সব জানিয়ে দেবে বলে আনভীর জানায়। এছাড়া আনভীর মোসারাতকে বলে তোমার আর এখানে থাকার দরকার নেই। তুমি কুমিল্লায় চলে যাও। আমি দুবাই চলে যাচ্ছি। কারণ, আম্মা জানতে পারলে তোমাকে মেরে ফেলবে।

বড় বোন নুসরাত মামলায় উল্লেখ করেন, গত ২৬ এপ্রিল সকাল ৯টার দিকে মুনিয়া তার মোবাইল নম্বর থেকে আমাকে ফোন করে কান্নাকাটি করে বলে আমাকে আনভীর বিয়ে করবে না। আনভীর মুনিয়াকে জাস্ট ভোগ করেছে এবং বলেছে তুই আমার শত্রুর সঙ্গে হাত মিলিয়েছিস। মনে রাখিস তোকে আমি ছাড়বো না। আমাকে চিৎকার করে কান্না করতে করতে বলে। যেকোনও সময় আমার বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা তাড়াতাড়ি ঢাকায় আসো।

নুসরাত সাংবাদিকদের বলেন, আমি এলাকার মামাতো বোন ইভা ও ফুফাতো ভাই ইকবালকে নিয়ে সোমবার দুপুরে ঢাকার উদ্দেশে রওনা হই। আসার পথে মুনিয়ার ফোনে অসংখ্যবার যোগাযোগ করি। কিন্তু সে রিসিভ করেনি। বিকালে বাসায় পৌঁছে দরজা নক করলে ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে নিচে নেমে সিকিউরিটি গার্ডের রুম থেকে বাসার ইন্টারকমে ফোন করি। কিন্তু ভেতর থেকে কোনও সাড়া না পেয়ে ফ্ল্যাটের মালিকের নম্বরে ফোন করলে মিস্ত্রি এনে তালা ভেঙে ঘরে প্রবেশ করার পরামর্শ দেন।

পরে ওই বিল্ডিংয়ের ম্যানেজারকে দিয়ে মিস্ত্রি এনে তালা ভেঙে ভেতরে মুনিয়াকে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখি। মুনিয়ার পা খাটের সঙ্গে লাগানো ছিল। পরে ম্যানেজার বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে এবং বাসা থেকে মুনিয়া ও আনভীরের একাধিক ছবি ও মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করে। সে সঙ্গে মুনিয়ার ডাইরি নিয়ে যায়। ডাইরিতে সে তার সমস্ত কথা লিখে রাখত।



 

Show all comments
  • Ali akbar ২৮ এপ্রিল, ২০২১, ১২:৪৯ এএম says : 0
    সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার চাই
    Total Reply(0) Reply
  • মমিন ইসলাম ২৮ এপ্রিল, ২০২১, ২:৩৬ এএম says : 0
    খুব ভালো সিদ্ধান্ত এটা
    Total Reply(0) Reply
  • Saidul Haque ২৮ এপ্রিল, ২০২১, ২:৫০ এএম says : 0
    দেশ ত্যাগ করার পর!
    Total Reply(0) Reply
  • Kazi Ismail ২৮ এপ্রিল, ২০২১, ২:৫১ এএম says : 0
    আমাদের মতো সাধারণ মানুষের কিছুই বলার নাই।কিছু বল্লেই সরকার বিরোধী কথা বলে মামলা দিয়ে দিবে।
    Total Reply(0) Reply
  • নওরিন ২৮ এপ্রিল, ২০২১, ২:৫১ এএম says : 0
    যে-ই অপরাধী হোক নাকেন তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি
    Total Reply(0) Reply
  • আসমা ২৮ এপ্রিল, ২০২১, ২:৫২ এএম says : 0
    আমাদের দেশে অধিকাংশ সময়ই প্রভাবশালী অপরাধীরা ছাড় পেয়ে যায়
    Total Reply(0) Reply
  • কামাল রাহী ২৮ এপ্রিল, ২০২১, ২:৫৩ এএম says : 0
    টাকা থাকলে তাদের সব কিছু মাফ হয়ে যায়, অতীতে সেরকমটাই দেখে এসেছি
    Total Reply(0) Reply
  • মোঃ+দুলাল+মিয়া ২৮ এপ্রিল, ২০২১, ৩:২৭ এএম says : 0
    মনে হয় কিছু হবে না,বর্তমানে যারা আওয়ামী লীগ করে তাদের জন্য খুন হইতে ইত্যাদি সব কিছুর জন্য ক্ষমা আছে। যেমন হাজী সেলিম এর ছেলের দিকে লক্ষ করলে দেখা যাবে,
    Total Reply(0) Reply
  • Selim ২৮ এপ্রিল, ২০২১, ৪:০৬ এএম says : 0
    টাকার খেলায় কে জিতে দেখা যাক। ন্যায় বিচার নাকি কচকচে নোট
    Total Reply(0) Reply
  • নূরুল্লাহ ২৮ এপ্রিল, ২০২১, ৬:২২ এএম says : 0
    এখানে দুটি কথা: ১. রাত হতে মনটা অস্থির। একটি সরলা কচি মেয়ের প্রাণ গেলো। কল রেকর্ডে তার কণ্ঠস্বর শুনছিলাম আর ভাবছিলাম আর বুকটা কেঁপে কেঁপে উঠছিল। অতএব, হে নারি, তুমি সঠিক মানুষের সাথে বিয়ের বন্ধন ব্যতীত আর কোনো বন্ধন স্বীকার করো না। তুমি বিয়ে করো প্রয়োজনে এমন পুরুষদের যাদের আরো স্ত্রী আছে। এতে তোমার অধিকার সম্মান বুঝে পাবে কিন্তু অন্য পন্থা তুমি গ্রহণ করতে পারো না। (কান্নার সুর এখনো কানের মধ্যে বিষাদ রাগিণী বাজিয়ে চলছে। ভাবছি, আমাদের তরুণিদের কিভাবে তৈরি করা হচ্ছে আর তাদের কি মর্মন্তুদ পরিণতি আমরা দেখতে শুরু করেছি? ;!) ২. একজন শিল্পপতি দুই চারটি বিয়ে করতে চাইলে তার পরিবার বাধা হয়ে পড়ে কেনো? যতদিন বাংলাদেশে এই কালচার চলতে থাকবে ততদিন তানভীর মুনিয়ার জীবনলীলার ইতিহাস সৃষ্টি হতে থাকবে।
    Total Reply(0) Reply
  • Tuhin ২৮ এপ্রিল, ২০২১, ৯:০৯ এএম says : 0
    It supposed to need A to Z investigation how this company establish their business - legally or illegally . Because their present and previous incident reflects something wrong at the beginning of this company and their owners!
    Total Reply(0) Reply
  • Mahmud Idrak ২৮ এপ্রিল, ২০২১, ১১:১৯ এএম says : 0
    যাদের সামর্থ্য আছে তারা একাধিক বিয়ে করতে পারে, সমাজ এটা মেনে নিতে চায় না, অথচ দশটা অবৈধ্য গালফ্রেন্ড থাকলে সমস্যা নেই, কি! নির্লজ্জ সমাজব্যবস্থা।
    Total Reply(0) Reply
  • Azad mullah ২৮ এপ্রিল, ২০২১, ১০:৪৪ পিএম says : 0
    এসব বিজাতীয় সংস্কৃতি সামর্থ বেক্তি দ্বিতীয় বিয়ে সমাজ মানতে নারাজ আর অনেক গোলা অবৈধ সম্পর্ক রাখতে কোনো বাধা নেই। তবে সব মা বাবা কে অনুরোধ করব যাহাতে নিজে দের ছেলে ও মেয়েদের দের কে নিম্ন মানের আদবকায়দা ও মানুষত শিক্ষা দেওয়া যে বিয়ে ছাড়া অন্য পুরুষ মহিলা এক সাথে থাকা হারাম জায়েজ নেই এছাড়া তার থেকে বেচে থাকতে হবে পুরুষ মহিলা ও অভিভাবকদের ও সতর্ক থাকতে হবে যাহাতে এভাবে কোনো হারাম হারামী কাজের শিকার হতে না হয় এছাড়া সরকার ও যদি সত্যি সত্যি নেয়ায় বিচার ও ইনসাফ কাইম করিত তাহলে এই ধরনের অবিচার ও দুঃখজনক ঘটনা ঘটে যেতো না অনেক সময় একটা দুর্ঘটনার কারনে কতো টা জিবন নষ্ট হয়ে যায় এর তো আখেরাতের হিসাব বাকী রয়ে গেল
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বসুন্ধরার এমডি আসামি দেশত্যাগে নিষেধাজ্ঞা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ