Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাড়ে তিন ঘণ্টা পর পদ্মায় ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৮, ১২:৩১ পিএম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর সোয়া ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের মহাব্যবস্থাপক নাসির হোসেন চৌধুরী জানান, ঘন কুয়াশার কারণে ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৪টা থেকে সকাল পৌনে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ যানবাহন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেরি চলাচল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ