Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নিবন্ধন করতে পারছেন না হজযাত্রীরা

পাসপোর্টের অভাব চরমে পৌঁছেছে : সময়সীমা আর মাত্র চার দিন বাকি

শামসুল ইসলাম | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

পাসপোর্টের অভাব চরমে পৌছেছে। নির্ধারিত সময়ের দেড় দু’মাস পরেও পাসপোর্ট হাতে না পাওয়ায় অধিকাংশ সরকারী ও বেসরকারী হজযাত্রী নিবন্ধন করতে পারছেন না। বিভিন্ন জেলায় হজযাত্রীদের নতুন পাসপোর্ট সরবরাহের জন্য গত ফেব্রয়ারী মাসের তারিখ দিয়ে রিসিট দেয়া হলেও অদ্যাবধি এসব পাসপোর্ট মিলছে না। পাসপোর্ট তৈরির মেশিন বিকল হওয়ায় পাসপোর্ট সরবরাহে অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। পাসপোর্টের অভাবে নিবন্ধন কার্যক্রম করতে না পেরে অপেক্ষমান হজযাত্রীরা চরম হতাশায় ভুগছেন। হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আর মাত্র চার দিন বাকি। ধর্ম মন্ত্রণালয় থেকে আগামী ১৮ মার্চের মধ্যে সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করার নিদের্শনা জারি করেছে। যথাসময়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না হলে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম বিঘিœত হবার আশংকা রয়েছে। অভিজ্ঞ মহল এ অভিমত ব্যক্ত করেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ আগষ্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
গত ১ মার্চ থেকে গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত সরকারী ব্যবস্থাপনার ৪ হাজার ৪শ’ ৭১ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছে। গত ৬ মার্চ থেকে বেসরকারী হজযাত্রীদের নিবন্ধন শুরু হয়ে গতকাল বিকেল পর্যন্ত ১ হাজার ৮শ’ ৩১ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। বেসরকারী ব্যবস্থাপনায় এবার হজে যাবেন ১ লাখ ২০ হাজার হজযাত্রী আর সরকারী ব্যবস্থাপনায় হজে যাবেন ৭ হাজার ১শ’ ৯৮ জন হজযাত্রী। হাবের মহাসচিব মো: শাহাদাত হোসাইন তসলিম রাতে ইনকিলাবকে বলেন, হজযাত্রীদের পাসপোর্ট সরবরাহে ধীরগতি কেন তা’জানার জন্য পাসপোর্ট অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে আমরা যোগাযোগ করবো। হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা আগামী ১৮ মার্চ শেষ হয়ে যাচ্ছে এতো অল্প সময়ের মধ্যে সকল বেসরকারী হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ হবে না সেক্ষেত্রে হাব সময় বৃদ্ধির উদ্যোগ নিবে কিনা এমন প্রশ্নের জবাবে হাব মহাসচিব বলেন, আমরা নিবন্ধন কার্যক্রম পর্যবেক্ষণ করছি। এখনো নিবন্ধনের সময় বৃদ্ধির দাবী উত্থাপন করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
হজ এজেন্সি ইউরো এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলসের স্বত্বাধিকারী মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান গতকাল জানান, রাজধানীর রায়েরবাগ শেরে বাংলানগর এলাকার হজযাত্রী এস এম হাবিবুর রহমান ও তার স্ত্রী মাজেদা হাবিবের নতুন পাসপোর্ট গত ২৮ ফেব্রæয়ারী সরবরাহের তারিখ দেয়া হলেও অদ্যাবধি তারা পাসপোর্ট হাতে পাননি। তারা পাসপোর্টের জন্য প্রতিদিন পাসপোর্ট অফিসে ধরর্ণা দিয়ে হয়রানির শিকার হচ্ছেন। তিনি হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রমের তারিখ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধির দাবী জানান।
নওগাঁও জেলার আত্রাই সুদুরসোনা’র হজযাত্রী মো: সৈয়দ আলী সরদার ও তার স্ত্রী দেলোয়ারা বিবি’র পাসপোর্ট গত ১৯ ফেব্রুয়ারী সরবরাহের তারিখ দেয়া হলে অদ্যাবধি তাদের পাসপোর্টের কোনো খবর নেই। একই এলাকার হজযাত্রী আব্দুল করিম সরদারের পাসপোর্ট গত ১৯ ফেব্রুয়ারী সরবরাহের তারিখ দেয়া হলেও তা’ কবে নাগাদ মিলবে তা’ কেউ কিছু বলতে পারছে না। মহিলা হজযাত্রী সেলিনা বিবি’র পাসপোর্ট গত ২৬ ফেব্রুয়ারী দেয়ার জন্য রিসিট দেয়া হলেও গতকাল পর্যন্ত তা’ পাওয়া যায়নি। আল নাসের এভিয়েশনের গাইবান্ধার হজযাত্রী এম এ রহমান শেখকে গত ২০ ফেব্রুয়ারী পাসপোর্ট দেয়ার তারিখ দেয়া হলেও গতকালও তা’ পাওয়া যায়নি। হজযাত্রী এম এ রহমান শেখ গতকাল ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় পাসপোর্ট অফিসে গেলে কর্মকর্তা বলেন, ঢাকায় পাসপোর্ট তৈরির মেশিন বিকল হওয়ায় পাসপোর্ট সরবরাহ বন্ধ রয়েছে। তিনি বলেন, আল্লাহর মেহমানদের পাসপোর্ট নিয়ে এ ধরনের গড়িমসি মেনে নেয়া যায় না। তিনি অনতিবিলম্বে হজযাত্রীদের পাসপোর্ট সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামান করেন। এছাড়া রংপুরের হজযাত্রী মোহাম্মদ মামুনুর রশিদকে গত ৮ মার্চ পাসপোর্ট দেয়ার তারিখ দেয়া হলেও তা’ পাওয়া যায়নি। নওগাঁও সদরের মো: আব্দুল জলিল সরকার, মাজেদা, মোহাম্মদ আব্দুল খালেক তার স্ত্রী নাওশিরা জারকা বেগম, বিলকিস ভানু ও মো: জমির উদ্দিন মান্দাইও নির্ধারিত সময়ের পরেও পাসপোর্ট হাতে না পেয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন। এদিকে, সময়মতো হজযাত্রীরা পাসপোর্ট হাতে না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে হজ ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত পাসপোর্ট সরবরাহ করার দাবী জানিয়েছেন বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি ড. আলহাজ আব্দুল্লাহ আল-নাসের। এক বিবৃতিতে তিনি বলেন, হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা আগামী ১৮ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন জেলার হজযাত্রীরা পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন পত্র জমা দেয়ার তিন মাস পরেও পাসপোর্ট হাতে পাচ্ছে না। আল্লাহর মেহমান হজযাত্রীদের পাসপোর্ট দ্রুততম সময়ের মধ্যে সরবরাহের জন্য পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ড. আব্দুল্লাহ আল-নাসের ।
আবাবিল হজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা আবু ইউসুফ ইনকিলাবকে বলেন, হজযাত্রীদের পাসপোর্ট হাতে পেতে চলতি বছর সবচেয়ে বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। পাসপোর্ট যথাসময়ে হাতে না পাওয়ায় হজযাত্রীদের নিবন্ধনের কার্যক্রম দারুণ ভাবে ব্যাহত হচ্ছে বলেও তিনি উল্লেক করেন। তিনি হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা আগামী ত্রিশ এপ্রিল পর্যন্ত বর্ধিত করার জন্য ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান ও ভারপ্রাপ্ত ধর্ম সচিব মো: আনিছুর রহমানের আশু হস্তক্ষেপ কামানা করেন। পাসপোর্ট অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক আব্দুল্লাহ আল মামুন রাতে গণমাধ্যমের সাথে আলাপকালে হজযাত্রীদের পাসপোর্ট বিলম্বে পাওয়া সর্ম্পকে বলেন, পুলিশ ক্লিয়ারেন্স দেরিতে পাওয়া বরাবরই একটি সমস্যা। তিনি বলেন, আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি । পাসপোর্ট অধিদপ্তরের এডিজি আবু আসারও রাতে গণমাধ্যমকে বলেন, পাসপোর্ট তৈরির মেশিন বিকল হওয়ার অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, হজযাত্রীদের পাসপোর্ট বিলম্বে পাওয়ার ব্যাপারে জেলা অফিস থেকে অভিযোগ পেলে পাসপোর্ট দ্রুত সরবরাহের উদ্যোগ নিবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিবন্ধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ