Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর ৬ দিন!

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মোস্তফা মাজেদ, ঝিনাইদহ থেকে : ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী গ্রামে টানা ছয় দিন এক কলেজ ছাত্রী বিয়ের দাবিতে অবস্থান করছেন। এদিকে বাড়িতে প্রেমিকার অবস্থান টের পেয়ে প্রেমিক সাজন হোসেন গা ঢাকা দিয়ে আছে। এ অবস্থায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে সাজনের পিতা মাতা। প্রেমিক সাজন জলুলী স্কুল পাড়ার অবুল কালাম আজাদ ওরফে কালুর ছেলে। গ্রামবাসি জানায়, দীর্ঘ দেড় বছর ধরে সাজনের সাথে প্রেম চলে আসছে। তার অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে সাজন তার সাথে দৌহিক সম্পর্ক করেছে। সর্বশেষ গত বুধবার যাদবপুর কলেজ থেকে বাড়ি ফেরার সময় সাজন তাকে মকরধ্বজপুর গ্রামের এক আত্মীয় বাড়িতে নিয়ে যায়। সেখানকার লোকজন বিষয়টি জেনে গেলে প্রেমিক সাজন প্রেমিকাকে ফেলে পালিয়ে আসে। সে জানায়, সেই রাতে আমি বাড়ি ফিরে গেলে বাড়ির লোকজন আমাকে বাড়িতে উঠতে দেয়নি। ফলে উপায় না পেয়ে ওই রাতেই আমি বিয়ের দাবিতে সাজনের বাড়িতে অবস্থান গ্রহণ করি। সাজনের মা তাকে মেয়ের মতো যতœ করছে বলেও জানান। যদপপুর ইউনিয়নের জলুলী ৮ নং ওয়ার্ডের মেম্বর হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জাতীয় পরিচয়পত্রে ছেলের বয়স ৪ মাস কম হওয়ার কারণে কাজী সাহেব বিয়ে পড়াতে রাজি হননি। তবে তাদের বিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি আরো জানান, আজ রাতেই একটা ফয়সালা হতে পারে। সাজনের পিতা অবুল কালাম আজাদ ওরফে কালু জানান, দুই পক্ষের কথা চলছে। আজ অথবা কাল সাজন এবং ইসমত আরার বিয়ে হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ