Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালহা ট্রেনিং এর যাত্রা শুরু

প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল দেশের প্রথম ভার্চুয়াল এডুকেশনাল নেটওয়ার্ক ‘তালহা ট্রেনিং’। বুধবার রাজধানীর কারওয়ান বাজার বেসিস মিলনায়তনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-ভিসি ড. চৌধুরী মফিজুর রহমান এর উদ্বোধন করেন। ছাত্র-শিক্ষক ও প্রশিক্ষকদের সমন্বয় করে কার্যক্রম এগিয়ে নিয়ে যেতেই তাদের যাত্রা। এখানে ব্যবহারকারী খুঁজে পাবেন পছন্দের কোর্স, আছে বাংলা এবং ইংরেজির সুবিধা। ব্যবহারকারী খুব সহজেই সাধারণ ওয়েবের মতোই তালহা ভার্চুয়াল ট্রেনিং ব্যবহার করতে পারবেন। একাউন্ট করা যাবে রেজিস্ট্রেশনের মাধ্যমে। অ্যাকাউন্ট হোল্ডারগণ পাবেন তালহার ই-লাইব্রেরি, টিটি লিঙ্ক, টিটি প্রোফাইল, টিটি শিক্ষাগত নেটওয়ার্ক, টিটি মেসেজ সিস্টেমসহ ২২টি ফিচার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শফিউল আলম বলেন, ‘তালহা ভার্চুয়াল ট্রেনিং চায় শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য সেবার মান দ্রæত ও নির্ভুলভাবে প্রযুক্তিনির্ভর তরুণদের কাছে তুলে ধরতে। এছাড়া দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে নলেজ শেয়ারিংয়ের একটা প্লাটফর্ম তৈরির ব্যবস্থা আছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ফাহিম মাশরুর, (প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, নফলড়নং.পড়স) মোহাম্মদ এনামুল কবির, পরিচালক (প্রশিক্ষণ), আইসিটি বিভাগের বিসিসি, শাহ ইমরাউল কায়েস, ডিরেক্টর-ইনচার্জ, ইওঞগ. Ñ বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালহা ট্রেনিং এর যাত্রা শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ