প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১৯৭২ সালে প্রকাশিত ব্রায়ান গারফিল্ডের একই নামের উপন্যাস অবলম্বনে অ্যাকশন থ্রিলার ‘ডেথ উইশ’ পরিচালনা করেছেন ইলাই রথ। হস্টেল (২০০৫), ‘হস্টেল : পার্ট টু’ (২০০৭), ‘গ্রিন ইনফার্নো’ (২০১৩) এবং ‘নক নক’ (২০১৫) রথ পরিচালিত চলচ্চিত্র। ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত চার্লস ব্রনসন অভিনীত একই নামের চলচ্চিত্র ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
ডা. পল কার্সি (ব্রুস উইলিস) একজন সার্জন। হাসপাতালের ইমারজেন্সি রুমে সে যখন ব্যস্ত তার বাড়িতে কয়েকজন অপরাধী ঢোকে। সেসময় বাড়িতে ছিল তার মেয়ে জর্ডান (ক্যামিলা মোরোন) আর স্ত্রী লুসি (এলিজাবেথ শ্যু)। জর্ডান পালিয়ে বাঁচলেও লুসি সহিংসতার শিকার হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। পল পুলিশের সঙ্গে যোগাযোগ করে বুঝতে পারে খুনিদের ধরতে তারা খুব সাহায্য করতে পারবে না। নিজেই সে তদন্ত শুরু করে। সুবিচারের জন্য পথে বেরিয়ে সে বিপদগ্রস্ত অন্যদের পাশে আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়ায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।