রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল থেকে এ অনুষ্ঠানে যোগদান করতে নতুন ও প্রাক্তন শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন করার মধ্য দিয়ে বিদ্যালয় কম্পাউন্ড এক মিলন মেলায় পরিনত হয়। সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় কম্পাউন্ডে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান উদ্ধোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম। পরে তার নেতৃত্বে বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালী বের হয়ে আউয়ার বাজার প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রাক্তন শিক্ষার্থীদের পরিচয় পর্ব ও স্মৃতিচারণ করার পাশাপশি ২০১৯ প্রাক্তন শিক্ষার্থী পরিষদ’র কমিটি নির্বাচন করার মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হয়। বিকেল ৩টায় ১৯৭২-২০০০ সাল পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের প্রীতি ভলিবল খেলার মধ্য দিয়ে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সন্ধ্যা ৭টায় স্মরণীকা “শিকড়” এর মোড়ক উম্মোচন করার পাশাপশি মনোজ্ঞ ডিসপ্লে ও কুষ্টিয়ার লালন সংগীত একাডেমীর অনবদ্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। এর পূর্বে সুবর্ণ জয়ন্তী উদ্যাপন পরিষদ’র আহবায়ক সুলতান হোসেনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাহমুদ’র সঞ্চলনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধায়ানে ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ আসনের এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও সুবর্ণ জয়ন্তী বক্তৃতা করেন এনবিআর সাবেক সদস্য আলী আহমদ, প্রধান পৃষ্ঠপোষক উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক ও বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সম্পাদক এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেওে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু,বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি এস মিজানুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান রাজনৈতিক দল ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।