Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-শ্রীলঙ্কা স্কোর কার্ড

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

নিদাহাস ট্রফি, বাংলাদেশ-শ্রীলঙ্কা
টস : বাংলাদেশ, কলম্বো
শ্রীলঙ্কা ইনিংস রান বল ৪ ৬
গুণাথিলাকা বোল্ড মুস্তাফিজ ২৬ ১৯ ৩ ১
মেন্ডিস ক সাব্বির ব মাহমুদউল্লাহ ৫৭ ৩০ ২ ৫
কুশল ক মুশফিক ব মুস্তাফিজ ৭৪ ৪৮ ৮ ২
শানাকা ক সাব্বির ব মাহমুদউল্লাহ ০ ২ ০ ০
চান্দিমাল ক সাব্বির ব তাসকিন ২ ৪ ০ ০
থারাঙ্গা অপরাজিত ৩২ ১৫ ৪ ১
থিসারা ক অপু ব মুস্তাফিজ ০ ১ ০ ০
জীবন অপরাজিত ৬ ২ ০ ১
অতিরিক্ত (বা ১, লেবা ৩, নো ১, ও ১২) ১৭
মোট (২ উইকেট, ২০ ওভার) ২১৪
উইকেট পতন : ১-৫৬ (গুণাথিলাকা), ২-১৪১ (মেন্ডিস), ৩-১৪২ (শানাকা), ৪-১৫০ (চান্দিমাল), ৫-২০৫ (কুশল), ৬-২০৬ (থিসারা)।
বোলিং : তাসকিন ৩-০-৪০-১, মুস্তাফিজ ৪-০-৪৮-৩, রুবেল ৪-০-৪৫-০, মিরাজ ৪-০-৩১-০, অপু ২-০-২০-০, সৌম্য ১-০-১১-০, মাহমুদউল্লাহ ২-০-১৫-২।
বাংলাদেশ ইনিংস রান বল ৪ ৬
তামিম কট এন্ড বোল্ড ৪৭ ২৯ ৬ ১
লিটন এলবি ব ফার্নান্ডো ৪৩ ১৯ ২ ৫
সৌম্য কট এন্ড বোল্ড ফার্নান্ডো ৩৪ ২২ ২ ১
মুশফিক অপরাজিত ৭২ ৩৫ ৫ ৪
মাহমুদউল্লাহ ক মেন্ডিস ব চামিরা ২০ ১১ ১ ১
সাব্বির রানআউট (পেরেরা) ০ ২ ০ ০
মিরাজ অপরাজিত ০ ১ ০ ০
অতিরিক্ত (লেবা ৩, নো ১, ও ৫) ৯
মোট (৫ উইকেট, ১৯.৪ ওভার) ২১৫
উইকেট পতন : ১-৭৪ (লিটন), ২-১০০ (তামিম), ৩-১৫১ (সৌম্য), ৪-১৯৩ (মাহমুদউল্লাহ), ৫-১৯৭ (সাব্বির)।
বোলিং : চামিরা ৪-০-৪৪-১, ধনঞ্জয়া ৩-০-৩৬-০, ফার্নান্ডো ৪-০-৩৭-২, গুণাথিলাকা ২-০-২২-০, পেরেরা ৩.৪-০-৩৬-১, জীবন ২-০-২৫-০, শানাকা ১-০-১২-০।
ফল : বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মুশফিকুর রহিম (বাংলাদেশ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ