Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাগতিয়া মাদরাসা দ্বীনি শিক্ষার মডেল -প্রফেসর ড. ছায়েফ উল্যা

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

এম. বেলাল উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) থেকে : ‘দ্বীনি শিক্ষা মুসলিম জাতির মূল শিক্ষা। এ শিক্ষাকে সহজভাবে বিশে^র মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রয়োজন দ্বীনি শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়। এই দুই শিক্ষার সমন্বয় ঘটলে একদিকে যেমন কুরআন সুন্নাহর চর্চা হয় অন্যদিকে সাধারণ মানুষের কাছে ইসলামকে উপস্থাপন করা হয়। এ স্বপ্ন বাস্তবায়নে কাগতিয়ার মরহুম প্রতিষ্ঠাতা নিজের সর্বস্ব বিলীন করে গড়ে তুলেছেন কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসা। যে মাদরাসার একাডেমিক অবকাঠামো, আধুনিক কম্পিউটার ল্যাব, উন্নত মানের লাইব্রেরি, তথ্য-প্রযুক্তি নির্ভর মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিশাল খেলার মাঠ ইত্যাদি আধুনিক ব্যবস্থাপনা দেখে মনে হয় কাগতিয়া মাদরাসা দ্বীনি শিক্ষার মডেল। বহমান কাগতিয়া খালের মনোরম প্রাকৃতিক পরিবেশ এ মাদরাসাকে সৌন্দর্যমন্ডিত করেছে। এ মাদরাসার খ্যাতি এখন সারাদেশে ছড়িয়ে পড়ছে। আমি কাগতিয়া মাদরাসার কথা অনেক শুনেছি, কিন্তু আজ মাদরাসার সুশৃংখল ও মনোমুগ্ধকর পরিবেশ দেখে আমি সত্যিই অভিভূত। বর্তমান অধ্যক্ষ মহোদয়ের দক্ষতা, অভিজ্ঞতা, বিচক্ষণতার কারণে এ মাদরাসা দিনদিন উন্নতির দিকে এগিয়ে চলেছে। এ মাদরাসার শাখা চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস মন জুড়ানো একটি ক্যাম্পাস। গ্রামের গন্ডি পেরিয়ে এ মাদরাসার প্রসারতা মহানগরেও ছড়িয়ে পড়েছে। এমন মডেল মাদরাসা বাংলাদেশে সৃষ্টি হলে অচিরেই এ দেশ একটি সমৃদ্ধশালী উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে। সন্ত্রাস, দূর্নীতি, জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়ার এ মাদরাসার ভূমিকা অনস্বীকার্য।’ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. ছায়েফ উল্যা এ কথা বলেন। তিনি গতকাল শনিবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার ৮৬তম সালানা জলসায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সালানা জলসায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন এর সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের পিন্সিপাল প্রফেসর মোঃ আবুল হাসান, গাছবাড়িয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ কামরুল ইসলাম, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুদ্দিন মোহাম্মদ আরিফ (বি.এ), এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড এর ব্যবস্থপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নেজাম উদ্দিন প্রমূখ।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফি, আল্লামা মুফতি আনোয়ারুল আলম ছিদ্দিকী, আল্লামা এমদাদুল হক মুনিরী, আল্লামা আশেকুর রহমান ও মাওলানা মুহাম্মদ সেকান্দর আলী। বিশেষ দোয়ার মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাগতিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ