নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : এই খবর যখন পড়ছেন তখন লা লিগায় বার্সেলোনা-মালাগা ম্যাচের ফলাফল জেনে যাওয়ার কথা। ম্যাচের আগেই নিজেদের টুইটার অ্যাকাউন্টে বার্সেলোনা জানায়, ‘ব্যক্তিগত কারণে মালাগার বিপক্ষে খেলবেন না লিওনেল মেসি। তার জায়গায় খেলবেন ইয়েরি মিনা।’ মেসির না খেলার আসল কারণটা জানা যায় খানিক পরেই।
তৃতীয় সন্তানের বাবা হয়েছেন মেসি। ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছেন আর্জেন্টাইন তারকা। ছবিতে মেসির কনিষ্ঠা মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছেন সিরো। সিরোকে নিশ্চয় চিনেছেন। মেসি-রোকুজ্জোর তৃতীয় ছেলের নাম। ছবির ক্যাপশনে লেখা, ‘স্বাগতম সিরো! সৃষ্টিকর্তাকে ধন্যবাদ সবকিছু ঠিকমত সম্পন্ন হওয়ার জন্য। মা এবং সে খুব ভালো আছে। আমরা ভিশন খুশি।’
মালাগাকে হারিয়ে সিরোর আগমন বার্সা স্বরনীয় করে রেখেছে কি না তা হয়ত জেনে গেছেন। তবে তার আগে রোনালদোর জোড়া গোলে এইবারকে ২-১ ব্যবধানে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখে রিয়াল মাদ্রিদ। শেষ সাত ম্যাচে এ নিয়ে ১৩টি গোল করলেন পর্তুগিজ তারকা। আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষেও জোড়া গোল করেছিলেন তিনি। একই রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে লিভারপুলকে ২-১ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে হোসে মরিনহোর দলের হয়ে গোল দুটি করেন মার্কাস রাশফোর্ড। এই জয়ে লিভারপুলের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে দ্বিতীয় স্থান সুসংহত করল ইউনাইটেড। ধরাছোঁয়ার বাইরে থেকে লিগ জয়ের পথে ম্যানচেস্টার সিটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।