নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : কদিন ধরে ফুটবল পাড়ায় চলছে চোখ কপালে তোলার মত গুঞ্জনÑ বার্সেলোনায় ফিরতে চান নেইমার! কিন্তু দলটির বর্তমান কোচ এমন গুঞ্জনকে ‘অলৌকিক’ বলে উড়িয়ে দিয়েছেন। আর্নেস্তো ভালভার্দে বলেন, নেইমারের পুনরায় কাতালান জায়ান্টে ফেরার বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না।
গত আগস্টে ২২২ মিলিয়ন ইউরোর বিশ^ রেকর্ড চুক্তিতে বার্সেলোনা ছেড়ে লিগ ওয়ানের ক্লাব পিএসজিতে পাড়ি জমান ব্রাজিলিয়ান বরপুত্র। স্বপ্ন ছিল দলটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় ও লিওনেল মেসির ছায়া থেকে বের হয়ে বিশ্বসেরা হওয়ার। কিন্তু প্রথম মৌসুমেই হোঁচট খেয়েছে ২৬ বছর বয়সী ফরোয়ার্ডের সেই স্বপ্ন। পায়ের ইনজুরির কারণে বিশে^র সবচেয়ে দামী ফুটবলারের চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র লড়াইয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামতে পারেননি। ইনজুরির মাত্রা এতোটাই গুরুতর যে, অস্ত্রোপচারের পরে এখন নেইমারের বিশ^কাপে খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
স্প্যানিশ গণমাধ্যমের মতে, নেইমার পিএসজিতে এখনো সেভাবে মানিয়ে নিতে পারছেন না। লা লিগা ছাড়ার পর থেকেই পুনরায় স্পেনে তার ফিরে আসার ব্যপারে গুঞ্জনও শোনা গেছে। তার সাবেক বার্সা সতীর্থ মেসি-সুয়ারেজদের সঙ্গে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক্ষেত্রে সহায়ক ভুমিকা রাখছে বলে তাদের যুক্তি। কিন্তু ভালভার্দে এই সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেন, ‘আমি কিছুতেই বুঝতে পারছি না, এই ধরনের কথা কেন উঠছে। অলৌকিক কোন পরিস্থিতি নিয়ে আলোচনা না করাই ভালো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।