নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি। গতকাল পেরেছেন। জনি বেয়ারস্টোর ঝড়ো শতকে ভর করে ১৭.২ ওভার আর ৭ উইকেট হাতে রেখে নিউজিল্যান্ডের ২২৩ রান পেরিয়ে যায় ইংল্যান্ড। ৫ ম্যাচের সিরিজটাও ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় ইংলিশদের। এ নিয়ে টানা ছয়টি ওয়ানডে সিরিজ জিতল দলটি।
ক্রাইস্টচার্চে মাত্র ৫৮ বলে শতক হাঁকান বেয়ারস্টো। দেশের হয়ে যা তৃতীয় দ্রæততম। অ্যালেক্স হেলসের সঙ্গে মাত্র ২০.২ ওভারে গড়েন ১৫৫ রানের ওপেনিং জুটি। ৬৯ বলে ৯টি চার ও ৬ ছক্কায় ১০৪ রান করেন বেয়ারস্টো। বোল্টোর বলে দুর্ভাগ্যজনক হিট উইকেট আউটের শিকার হন তিনি। হেলস করেন ৭৪ বলে ৬১ রান। দুইশ’ রানের মধ্যে অধিনায়ক ইয়ন মর্গ্যানসহ দুই ওপেনার ফিরলেও বাকি কাজটা সহজেই সারেন জো রুট (২৩*) ও বেন স্টোকস (২৬*)।
ইংলিশদের জয়ের ভীত গড়ে দেন মূলত বোলাররা। নতুন বলে ক্রিস ওকস ও মার্ক উডের সঙ্গে দুই স্পিনার আদিল রশিদ ও মঈন আলী উইকেট নেয়ার মিছিলে যোগ দিলে ৯৩ রানে ৬ উইকেটে পরিণত হয় স্বাগতিক স্কোরবোর্ড। দুর্দান্ত সিরিজ পার করা মিচেল স্যান্টনার এবং হেনরি নিকোলসের সপ্তম উইকেটে ৮৪ রানের জুটিতে দুইশোর্ধো সংগ্রহ দাড় করাতে সক্ষম হয় কিউইরা। ৩টি করে উইকেট নেন ওকস ও রশিদ। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে রস টেইলরের অনুপস্থিতিই ভুগিয়েছে নিউজিল্যান্ডকে। তার অপরাজিত ১৮১ রানের মহাকাব্যিক ইনিংসের উপর ভর করেই চতুর্থ ওয়ানডেতে সিরিজে সমতা আনে শেন উইলিয়ামসের দল।
নিউজিল্যান্ড : ৪৯.৫ ওভারে ২২৩ (গাপটিল ৪৭, নিকোলস ৫৫, স্যান্টনার ৬৭; ওকস ৩/৩২, উড ১/২৬, রশিদ ৩/৪২, মঈন ১/৩৯, কারান ২/৪৬)।
ইংল্যান্ড : ৩২.৪ ওভারে ২২৯/৩ (বেয়ারস্টো ১০৪, হালেস ৬১, রুট ২৩*, স্টোকস ২৬*; বোল্ট ১/৫০, স্যান্টনার ১/৪৪, সোধি ১/৭৮)। ফল : ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।
সিরিজ : ইংল্যান্ড ৩-২ ব্যবধানে জয়ী।
ম্যাচ সেরা : জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)।
সিরিজ সেরা : ক্রিস ওকস (ইংল্যান্ড)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।