Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় অগ্নিকান্ড ক্ষতিগ্রস্তদের মধ্যে সাহায্য প্রদান

খোলা আকাশের নিচে মানবেতর জীবন

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

পটিয়া উপজেলা সংবাদদাতা: চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের শোশাং মাহাজন বাড়ীতে সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ড ২২ পরিবারের ২২টি বসত ঘর আগুনে ভস্মিভুত হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা গত ২০ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। এখনো সরকারী কোন অনুদান বা সাহায্য তাদের হাতে পৌঁছায়নি। ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়েছেন বিজিএমই এর সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: নাছির। তিনি গতকাল শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত ২২ পরিবারকে নগদ অর্থ ও কাপড় বিতরণ করেন। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক একেএম আবদুল মতিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব প্রমুখ। বিজিএমই এর সহ-সভাপতি মো: নাছির বলেন আর্তপিড়িত অসহায় মানুষদের পাশে দাড়ানো নৈতিক কর্তব্য। তিনি পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের ঘরের জন্য টিনের ব্যবস্থা করবেন বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাহায্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ