রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকা থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে হেমায়েতপুরের হরিণহাটি এলাকায় পরিত্যাক্ত একটি জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান, স্থানীয়রা অজ্ঞাত ওই ব্যক্তির গলা কাটা লাশ পড়ে থাকলে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে রাতের যে কোন সময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে অন্যত্র থেকে এনে হত্যার পর লাশটি ওই স্থানে ফেলে যায়। তবে লাশের সাথে পরিচয় সনাক্ত করার মতো কোন কিছুই পাওয়া যায়নি। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নান্দাইলে ২১ জনের মনোনয়নপত্র বাতিল
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১ ইউনিয়নে তৃতীয় ধাপে আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই করে ২১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। গত বুধবার মনোনয়নপত্র যাচাই বাছাইকালে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয় বলে উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারগণ জানিয়েছেন। বয়স কম ও ব্যাংকে খেলাপি থাকার কারণে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।