Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্ব ঘৌতায় বিমান হামলায় নিহত ২৮

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ত্রবিরতির পরও সিরিয়ায় পূর্ব ঘৌতায় বিমান হামলা চলছেই। গত বুধবার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর বিমান হামলায় অন্তত ২৮ জন বেসামরিক প্রাণ হারিয়েছে সিরিয়ার সিভিল ডিফেন্স সংস্থা। হোয়াইট হেলমেটস নামে পরিচিত এই সংস্থাটি জানায়, বুধবার সকাল থেকে বিমানহামলা ও স্থলভাগে হামলা চালানো হয় দুমা ও হারেস্তা জেলায়। হুমাইয়ারাতে হয় ভয়াবহ হামলা। নারী ও শিশুসহ ২০ জন প্রাণ হারান সেখানে। দামেস্কের পূর্বে অবস্থিত এই শহরে বিমান হামলায় নিহত হয়েছেন পাঁচ শতাধিক। আসাদ সরকারের বিরোধীদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব ঘৌটায় প্রায় ৪ লাখ মানুষের বাস। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ছিটমহল পূর্ব ঘৌতাকে বিভক্ত করার লক্ষ্যে বিমান হামলা তীব্রতর করেছে সরকারি বাহিনী। বিদ্রোহীদের নির্মূলের অভিযান জোরদারের অংশ হিসেবে গত বুধবার হামলা বাড়িয়েছে সিরীয় বাহিনী। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ