Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

পাঁচ শতাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত

৮ পদে ৩ শিক্ষক, বদলি হচ্ছেন আরও দু’জন

প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ার প্রত্যন্ত জনপদে প্রতিষ্ঠিত রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত ৫ শতাধিক ছাত্রছাত্রী অকালে ঝরেপড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিক্ষকশূন্যতার কারণে এসব শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়ার ঘটনা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ছেনুয়ারা বেগম ওই স্কুল পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাকিমের সাথে আলাপ করে শিক্ষক বদলি আপাতত বন্ধ রাখা হয়েছে মর্মে আশ্বস্ত করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা মাস্টার আবদুর রহিম অভিযোগ করে জানান, অধিকাংশ গরীব পরিবার অধ্যুষিত বিশাল এলাকা নিয়ে স্কুলটির অবস্থান হওয়ার সুবাদে নিয়মিত প্রায় ৫ শতাধিক ছাত্রছাত্রী স্কুলটিতে পড়ালেখা করছে। এ স্কুলে ৮ জনের মধ্যে প্রধান শিক্ষকসহ ৩ জন শিক্ষক দিয়ে পাঠদান চলে আসছে। এমতাবস্থায় বিদ্যালয়ের অপর ২ জন মহিলা সহকারী শিক্ষিকা তাদের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে বদলি হয়ে যাওয়ার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছেন। প্রধান শিক্ষক আবদুল হাকিম জানান, তাকে সরকারি ও স্কুলের নানা কাজে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয়। ফলে তার পক্ষে পাঠদান করা সম্ভব হয় না। ঠিক এমন সময়ে ২ শিক্ষকা বদলি হলে স্কুলটি অচল অবস্থায় পড়বে। পড়ালেখা না হলে ছাত্রছাত্রী ঝরেপড়ার আশঙ্কা রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈন উদ্দিন জানান, তিনি ও শিক্ষা অফিসার শামীম ভূঁইয়া বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষক স্বল্পতার বিষয়টি অবগত হয়েছেন। যা প্রতিবেদন আকারে শিক্ষা কমিটিতে উপস্থাপন করা হয়েছে। কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা এবিএম সিদ্দিকুর রহমান জানান, ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো বদলি সংক্রান্ত আবেদন তার অফিসে আসেনি। তিনি আশ্বস্ত করে বলেন, বদলির আবেদন আসলেও গ্রহণযোগ্য হবে না। যেহেতু সেখানে এমনিতেই শিক্ষক সংকট রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাঁচ শতাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ