রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মোশারফ হোসেন মজনু, পাঁচবিবি (জয়পুরহাট) থেকে : জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট যমুনা নদীটি সংস্কারের অভাবে আর ভারতের ফারাক্কা বাঁধের প্রভাবে মরা খালে পরিণত হয়েছে। শুষ্ক মৌসুমে নদীর বুকে চাষ হচ্ছে ইরি ধানসহ নানান ফসল। এক সময় এই ছোট যমুনা ছিল চিরযৌবনা। এর বুকে চলত পালতোলা সওদাগরী নৌকা। ভারত বর্ষে হিলি ছিল ব্যবসায়ী বন্দর। ছোট যমুনা নদী দিয়ে এই বন্দরের মালামাল আনা নেয়া হতো। ভারতীয় পানিদস্যুতা আর অযতেœ ছোট যমুনা তার যৌবন হারিয়ে ফেলেছে। আর পালতোলা নৌকা চলে না। শোনা যায় না মাঝি মাল্লাদের ভাটিয়ালী গান। ছোট যমুনা নদী এখন শুধুই স্মৃতি হয়ে আছে। সেখানে চাষ হচ্ছে ইরি ধান ও সবজি। নাব্যতা কমে যাওয়ায় সামান্য বর্ষায় ভয়াবহ বন্যা দেখা দেয়। নদী পারের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করে। প্লাবিত হয়ে জমির ফসল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অথচ সংস্কারের কোন উদ্যোগ নেই। ১৯৮০-৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির আওতায় আটাপাড়া থেকে কুটিবাড়ী ব্রিজ পর্যন্ত ছোট যমুনা নদী খনন করে দু‘ধারে বাঁধ নির্মাণ করেছিলেন। পরবর্তীতে বাঁধটি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি। এক পর্যায়ে বালু দস্যুরা বাঁধ কেটে বালু বিক্রি করার ফলে আজ বাঁধের অস্তিত্ব বিলিন হয়ে গেছে। ছোট যমুনার নব্যতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।