রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় এক গৃহবধূ অত্মহত্যা করেছেন। গতকাল ভোর রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ রোকেয়া বেগম (৩৬)। তিনি দেবহাটা উপজেলার কোমরপুর মাঝের পাড়ার আজিবর সরদারের ছোট বউ। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এলাকাবাসী জানান, মেয়ে তানিয়ার সাথে সদর উপজেলার বৈচনা গ্রামের কালাম নামের এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকের কাছ থেকে ২০ হাজার টাকাও নিয়েছিল তানিয়া। একপর্যায়ে দু’জনের মধ্যে সম্পর্কের ছেদ হয়। কালাম তার পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য কোমরপুর গ্রামের ইউপি সদস্যের কাছে বিচার দেয়। বিচারে ১০ হাজার টাকা ফেরত দিতে সিদ্ধান্ত দেয় ওই মেম্বর। গত বুধবার তানিয়ার মা রোকেয়া পাঁচ হাজার টাকা ফেরত দেন। এ নিয়ে সংসারে অশান্তি হয় এবং রাতের শেষ ভাগের কোনো এক সময় নিজ আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন রোকেয়া বেগম। রোকেয়ার বাবার বাড়ি সাতক্ষীরা সদরের আলিপুর গ্রামে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।