বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন গুলিবিদ্ধ হওয়ার এগারো দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত দু’টার দিকে ময়মনসিংহ শহরের জেলা পরিষদ এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। শাওন ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ কদ্দুসের ছেলে। তার বাসা শহরের আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকায়। শাওনের বাবা এম এ কুদ্দুস মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত দু’টার দিকে শহরের জেলা পরিষদ এলাকায় পেটে গুলিবিদ্ধ হলে তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে সঙ্কটাপন্ন অবস্থায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। আইসিইউ ইনচার্জ অধ্যাপক ডা: রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শাওনের পেট থেকে একটি গুলি বের করা হয়। উন্নত চিকিৎসার জন্য শাওনকে ঢাকায় পাঠানো হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) শাকের আহমেদ জানান, শাওন কীভাবে গুলিবিদ্ধ হন তা এখনো জানা যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের না করায় পুলিশ বাদী হয়ে ঘটনার পরদিন একটি সাধারণ ডায়েরি করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।