Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মওদুদের দুর্নীতি মামলার বিচার নিম্ন আদালতে চলবে -আপিল বিভাগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৮, ১২:৫৬ পিএম

মওদুদ আহমেদের বিরুদ্ধে দুদকের দায়ের করা দূর্নীতি মামলার বিচারপ্রক্রিয়া নিম্ন আদালতে চলবে বলে দেয়া হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের ওই আদেশ চ্যালেঞ্জ করে লিভ টু আপিল পিটিশন দাখিল করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ। আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এর নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের একটি বেঞ্চ মওদুদের আবেদনটি খারিজ করে হাইকোর্টের নির্দেশ বহাল রাখেন।

২০০৭ সালের ১৬ই সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন মওদুদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে মামলা দায়ের করে।

এ মামলায় নিম্ন আদালতে মওদুদের বিরুদ্ধে চার্জ গঠন করা হলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পিটিশন করেন তিনি। গত বছর ২৫শে জুলাই হাইকোর্ট ওই পিটিশন খারিজ করে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ