নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপের গ্রæপ পর্ব হারে শুরু করলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। ঘরের মাঠেই তারা ব্যর্থ হলো মালদ্বীপের নিউ রেডিয়েন্ট স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘ই’ গ্রæপের প্রথম ম্যাচে নিউ রেডিয়েন্ট ১-০ গোলে হারায় আবাহনীকে। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোল করেন ফরোয়ার্ড আলী ফাসির।
গতকাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাতœক ফুটবল উপহার দেয় আবাহনী। তবে নিজেদের মাঠ ও চেনা দর্শকদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাতœক ফুটবল খেলেও জয় তো দূরের কথা ড্র’র দেখাও পায়নি তারা। প্রথম মিনিটেই কর্ণার আদায় করে নেয় আবাহনী। ডান প্রান্ত দিয়ে ওয়ালী ফয়সালের নেয়া কর্ণার কিকের বল রেডিয়েন্টের বক্সে পেয়েও সুযোগ হাতছাড়া করেন এশিয়ান কোটায় খেলা আবাহনীর জাপানী ফুটবলার কোজিমা সাইয়া। তার শট চলে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে। ১৪ মিনিটে সুযোগ নষ্ট করেন আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে সিজোবাও। এসময় রেডিয়েন্টের বক্সের মাথা থেকে শুয়ে পড়ে তিনি শট নিলেও অল্পের জন্য বল জালে জড়ায়নি। দু’মিনিট পর প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পোস্টের খুব কাছে গিয়েও বল বাইরে মারেন সানডে। প্রথমার্ধের শেষ মিনিটে অফসাইডের ফাদে পড়ে গোল বঞ্চিত হয় আবাহনী। সানডের পাসে বক্সে বল পেয়ে শট নেন নাইজেরিয়ান এলিসন উদোকা। কিন্তু তিনি বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন কোরিয়ান রেফারি কিম হি গুন।
গোলশূণ্য প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পায় আবাহনী। ৪৮ মিনিটে ডান প্রান্ত থেকে রুবেল মিয়ার ক্রসে জোড়ালো হেড নেন সানডে সিজোবা। কিন্তু তার হেড বাইরে চলে যায়। তবে সানডে ব্যর্থ হলেও সফল হন রেডিয়েন্টের আলী ফসিল। ম্যাচের ৫৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে কোনাকোনি শটে লক্ষ্যভেদ করেন রেডিয়েন্টের মিডফিল্ডার আলী ফাসির (১-০)। পরের মিনিটে আবাহনীর এমেকা বল জালে জড়ালেও ফের অফসাইডের কারণে বাতিল হয় গোল। মিনিট পাঁচেক পর দশ জনের দলে পরিণত হয় আবাহনী। রেডিয়েন্টের এক ডিফেন্ডারকে অবৈধভাবে বাধা দিতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে (লাল কার্ড) মাঠ ছাড়েন সানডে সিজোবা। এবার যেন স্বমূর্তীতে ফেরেন আলী আশফাক। আলী আশফাকের শটে বল যখন আবাহনীর জালে প্রবেশ করছিল, ঠিক সেই মূহুর্তে বিপজ্জনক এরিয়া থেকে সেই বল ফিরিয়ে দেন এলিসন উদোকা। ম্যাচের অন্তিম সময়ে আরও একবার বল জালে জড়ালেও অফসাইডের ফাঁদে পড়ে সেই গোল থেকে বঞ্চিত হয় ঢাকা আবাহনী। ফলে শেষ পর্যন্ত হোম ম্যাচে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
১৪ মার্চ দ্বিতীয় ম্যাচ আবাহনী খেলবে ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে। শ্রী কান্তিরাভ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।