Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ চারে ঢাকা ও রংপুর

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ফুটবল ডিসিপ্লিনের খেলা দিয়ে গতকাল শুরু হলো বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্ব। এদিন কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দু’টি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। শেষ আটের দুই ম্যাচে জয় পেয়েছে ঢাকা ও রংপুর বিভাগ। ছেলেদের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ঢাকা ৫-০ গোলে বিধ্বস্ত করে বরিশাল বিভাগকে। আর এই জয় ঢাকাকে পৌছে দেয় সেমিফাইনালে। বিজয়ী দলের হয়ে ম্যাচের ৯ মিনিট ও প্রথমার্ধের যোগকরা সময়ে ফরোয়ার্ড মারুফ আহমেদ এবং ৮০ ও ৮৭ মিনিটে আরেক ফরোয়ার্ড জয়চন্দ্র বর্মন দু’টি করে গোল করেন। ৮৩ মিনিটে তোহিদুল ইসলাম রিদয় করেন আরো এক গোল। ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকা।
একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর প্রথমে পিছিয়ে থেকেও ৪-২ গোলে ময়মনসিংহকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। রংপুরের ওমর ফারুক দু’টি এবং আপন চন্দ্র ও মেরাজুল ইসলাম ইরফান একটি করে গোল করেন। ময়মনসিংহের আরিফ হোসেন দু’টি গোল শোধ দেন।
আজ মেয়েদের তিনটি খেলা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ও বরিশাল। দুপুর সাড়ে ১২টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর ও ময়মনসিংহ। এবং বিকাল ৩টায় দিনের শেষ ম্যাচে চট্টগ্রাম খেলবে সিলেটের বিপক্ষে।
আজ শুরু শুটিং
বাংলাদেশ যুব গেমসের চুড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ফুটলের পর প্রতিযোগিতায় নামছেন তরুন শ্যুটাররা। গুলশান শুটিং রেঞ্জে আজ থেকে শুরু হচ্ছে শ্যুটিং ডিসিপ্লিন। জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্যুটিং অনুষ্ঠিত না হওয়ায় চূড়ান্ত পর্বের আগে বিভাগীয় দল সমূহের ব্যানারে দল গঠনে মেধাবী তরুন শ্যুটারদের প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করবে ফেডারেশন। শুটিংয়ের বিভিন্ন ইভেন্টে অংশ নিতে এরই মধ্যে ঢাকা এসে পৌঁছেছে খুদে শুটাররা । তাদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে জাতীয় শুটিং কমপ্লেক্সে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ