Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেরা ভিকারুননেসা ও রেসিডেনসিয়াল মডেল

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাবল গাম স্কুল হ্যান্ডবল টৃর্নামেন্টের বালক বিভাগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও বালিকা বিভাগে ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজ সেরার খেতাব জিতেছে। গতকাল ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বালিকা বিভাগের ফাইনালে ভিকারুননেসা ১৯-৪ গোলে শহীদ বীর উত্তম আনোয়ার কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। একই ভেন্যুতে বালক বিভাগের ফাইনালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ১৮-১০ গোলে শহীদ পুলিশ স্মৃতি কলেজকে হারিয়ে শিরোপা জিতে। প্রতিযোগিতায় বালক বিভাগে রেসিডেনসিয়াল মডেল কলেজের আরেফিন এবং বালিকা বিভাগে ভিকারুননেসা নুন স্কুল এন্ড কলেজের কাশফিয়া সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় হ্যান্ডবল ফেডারেশনের সবাপতি একেএম নুরুল ফজল বুলবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর এবং প্রাণ কনফেকশনারীর প্রধান বিপণন কর্মকর্তা সাখাওয়াত আহমেদ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ