মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কিম জং উনের সৎ ভাইকে হত্যায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে তার অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র। আর এর ধারাবাহিকতায় এবার উত্তর কোরিয়াতে জাতীয় নিরাপত্তার জন্য স্পর্শকাতর পণ্য ও প্রযুক্তি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই অবরোধ কার্যত প্রতীকী। ২০১৭ সালে মালয়েশিয়ায় উনের সৎ ভাইকে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হত্যা করার বিষয়ে নিশ্চিত যুক্তরাষ্ট্র। তাদের ভাষ্য, পিয়ংইয়ং হত্যার জন্য ভিএক্স নামের রাসায়নিক ব্যবহার করেছিল। এই কারণ দেখিয়ে ‘আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট’ অনুযায়ী, জাতীয় নিরাপত্তার জন্য স্পর্শকাতর, উত্তর কোরিয়ায় এমন জিনিস ও প্রযুক্তি রপ্তানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিথার নরেট এক বিবৃতিতে বলেছেন, উত্তর কোরিয়া যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গত ৫ মার্চ ‘ফেডারেল রেজিস্টারে’ প্রকাশের মাধ্যমে এই বিষয়টি আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। আর তার ভিত্তিতে আসে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা। ‘কেমিক্যাল ও বায়োলজিক্যাল উয়েপেন কন্ট্রোল অ্যান্ড ওয়্যারফেয়ার এলিমিনেশন অ্যাক্ট ১৯৯১’ অনুযায়ী ‘জাতীয় নিরাপত্তার জন্য স্পর্শকাতর’ এমন জিনিসের রপ্তানি নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।