Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া-বিরোধী নিষেধাজ্ঞা দ্রæত বাস্তবায়ন হবে : স্টিভেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নিউচিন ঘোষণা করেছেন, কংগ্রেসের পক্ষ থেকে পাসকৃত রাশিয়া-বিরোধী নিষেধাজ্ঞা খুব শিগগিরই বাস্তবায়িত হবে। গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসের একটি সাবকমিটিতে দেয়া সাক্ষ্যে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ‘পুরোপুরি সমর্থন’ করছেন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের অভিযোগে দেশটির বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। নিউচিন বলেন, “আমরা এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করব। আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে আমি আশা করছি।” গত গ্রীষ্মে মার্কিন কংগ্রেস রাশিয়ার বিরুদ্ধে একগুচ্ছ নয়া নিষেধাজ্ঞা আরোপের বিল পাস করে। কিন্তু সে নিষেধাজ্ঞা প্রয়োগ না করে প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়াকে আনুকূল্য দেখাচ্ছেন বলে কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্যরা ট্রাম্পের তীব্র সমালোচনা করে আসছিলেন। গত জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছিল, ওয়াশিংটন কংগ্রেসে পাস হওয়া আইন অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে না। পার্সটুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ