মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে ক্ষমতাসীন দল বিজেপির এক নেতার ফেইসবুকে দেওয়া হুমকির কয়েকঘণ্টার মধ্যে তামিলনাডুতে দ্রাবিড় ভাষাভাষী জনগোষ্ঠীর আইকন, সমাজকর্মী ইভিআর রমাসামির ভাস্কর্য ভাংচুর হয়েছে। ত্রিপুরায় রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের মহানায়ক ভøাদিমির ইলিচ লেনিনের ভাস্কর্য ধ্বংসের সমালোচনার মধ্যেই গত মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ভেলুরের একটি পৌর কার্যালয়ের ভেতর ‘পেরিয়ার’ নামে পরিচিত রমাসামির ভাস্কর্যটির ওপর হামলা হয় বলে খবর এনডিটিভির। সমাজকর্মী পেরিয়ার ভারতে আত্ম-সম্মান আন্দোলন ও দ্রাবিড় ভাষাভাষীদের প্রথম সংগঠন দ্রাবিড়ার কাজাঘামের সূচনা করেন। তামিলনাডুজুড়ে তার অসংখ্য ভাস্কর্য আছে। গত মঙ্গলবার তিরুপাত্তুর কর্পোরেশন অফিসের ভেতরে থাকা ভাস্কর্যটির চশমা, নাক ও মাথার একাংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় ‘এক বিজেপি সমর্থক ও এক সিপিআই কর্মীকে’ গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের সময় দুজনই ‘মদ্যপ ছিলেন’ বলেও জানিয়েছে তারা। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাস্কর্য ভাংচুরের সমালোচকদের একহাত নেন ক্ষমতাসীন বিজেপির জাতীয় সম্পাদক এইচ রাজা। লেনিনের মতো পেরিয়ারের ভাস্কর্যও সরিয়ে দেওয়া হবে, হুমকি দেন তিনি। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।