মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংবিধান সংশোধন করে দ্বিতীয়বারের জন্য চীনের প্রেসিডেন্ট হয়েছেন শি জিন পিং। চীনের প্রেসিডেন্ট হিসেবে আজীবন তিনি থাকবেন কি না তাই নিয়ে উঠেছে এবার প্রশ্ন। এ সংক্রান্ত বিতর্কে এখন চীনের সোশ্যাল মিডিয়া দ্বিধা বিভক্ত। তার জেরেই পরিস্থিতি সামলাতে ইতোমধ্যে ইংরেজি অ্যালফাবেট ‘এন’সহ বেশ কয়েকটি ফ্রেজ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ওয়েবসাইট ট্র্যাকার দ্যা গ্রেট ফায়ারওয়াল অফ চায়না। টুইটারের মতো চীনের সোশাল নেটওয়ার্কিং সাইট ওয়েবোতে নেটিজেনরা বিষয়টি নিয়ে আলোচনায় অত্যন্ত সক্রিয়। আলোচনা থেকে তাদের আগ্রহ সরাতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে দাবি মার্কিন শিক্ষাবীদ ভিক্টর মায়ারের। তার মতে, ম্যান্ডারিনে ইংরেজি বর্ণ ‘এন’ ব্যবহার করা হয় একটি বিশেষ অর্থে। যার বাংলা করলে হয়, ‘ক্ষমতায় কতবারের জন্য থাকবেন?’ বিষয়টি সামনে আসার পরই ‘এন’ বর্ণটির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই শি জিনপিং দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হওয়ায় চীনে দেখা দিয়েছে বিতর্ক। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।