Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয়বার ভূমিকম্পে পাপুয়ায় নিহত ১৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


পাপুয়া নিউ গিনির দক্ষিণাঞ্চলীয় পার্বত্য অঞ্চলে ৬.৭ মাত্রার আরেকটি ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মধ্যরাতের একটু পরে বুধবার এই ভূমিকম্পটি হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই ভূমিকম্পটির এক সপ্তাহ আগে আরো শক্তিশালী আরেকটি ভূমিকম্পে প্রত্যন্ত ওই অঞ্চলের গ্রামগুলো ধ্বংস হয়ে অন্তত ৫৫ জন নিহত হয়েছিল। গত সোমবারের ৭.৫ মাত্রার ভূমিকম্পটির উপকেন্দ্রের মাত্র ৩১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নতুন ভূমিকম্পটির উপকেন্দ্র। ওই প্রত্যন্ত এলাকায় আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছিল দেশটির সরকার ও ত্রাণ সংস্থাগুলো। এরইমধ্যে ফের আরেকটি শক্তিশালী ভূমিকম্পে পরিস্থিতি আরো নাজুক হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রথম ভূমিকম্পটির পর থেকে চলতে থাকা ধারাবাহিক পরাঘাতের মধ্যে বুধবারের পরাঘাতটিই সবচেয়ে শক্তিশালী ছিল। এতে রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের ওই খনি সমৃদ্ধ এলাকাটি ভীষণভাবে কেঁপে ওঠে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ