মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হোয়াইট হাউজ ছাড়ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যৈষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কোহেন। বাণিজ্য নীতি নিয়ে বিরোধের জের ধরে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। টাইম সাময়িকী গতকাল বুধবার সকালে এ খবর প্রকাশ করেছে। গত শনিবার রাতে আয়োজিত এক ডিনারে ট্রাম্প রসিকতা করে বলেছিলেন, এবার কে হোয়াইট হাউজ ছাড়তে যাচ্ছে, মেলানিয়া (ট্রাম্পের স্ত্রী)? না স্টিভ মিলার (ট্রাম্পের আরেক উপদেষ্টা)? আমি বিশৃঙ্খলা পছন্দ করি। সে নির্মম রসিকতার সপ্তাহ না পেরোতেই গ্যারি কোহেনের পদত্যাগের বিষয়টি নিয়ে খবর বেরিয়েছে। গ্যারি কোহেন জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক। স্টিল, অ্যালুমিনিয়ামসহ আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বসানোর তোড়জোড় করছেন ট্রাম্প। তাকে বাধা দেয়ার চেষ্টা করেছিলেন গ্যারি কোহেন। বিবিসির অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন ধরেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ উচ্চপদস্থ কর্মকর্তাদের অনেকেই বিদায় নিচ্ছেন। এ ধারাবাহিকতায় এবার পদত্যাগ করতে যাচ্ছেন গ্যারি কন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, গ্যারি কন জানিয়েছেন, দেশের সেবায় নিয়োজিত থেকে তিনি সম্মানিত বোধ করেছেন। গত বছর ট্রাম্পের কর সংস্কার পদক্ষেপেও কনের ভূমিকা ছিল। তবে ট্রাম্প ও কনের মধ্যে সম্পর্ক খুব একটা ঘনিষ্ঠ ছিল না। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।