Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনায়েতপুরের স্বামীর দেওয়া আগুনে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৮, ২:০১ পিএম

সিরাজগঞ্জের এনায়েতপুরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সোনিয়া খাতুন (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
আজ বুধবার ভোরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনিয়া এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী এবং একই থানার রুপনাই গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
এর আগে মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থানার গোপালপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়ার শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয় স্বামী জাহাঙ্গীর হোসেন। পরে সে পালিয়ে যায়।
সোনিয়ার চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, মঙ্গলবার রাতে গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এনায়েতপুর থেকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। তবে দরিদ্র পরিবারটির হাসপাতালে নিয়ে যাওয়ার আর্থিক সামর্থ্যও ছিল না। পরে আমরা অ্যাম্বুলেন্স এনে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করি। আজ বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সোনিয়া মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ