মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার অবরুদ্ধ ঘৌতার পূর্বাঞ্চলে আন্তর্জাতিক ত্রাণবাহী গাড়িগুলো ঢুকতে পারলেও নির্ধারিত কাজ শেষ না করেই ফিরতে হয়েছে। বিদ্রোহীদের লক্ষ্য করে সিরিয়ার সরকারিবাহিনীর চলমান বোমা হামলা ও গোলাগুলির তীব্রতার কারণে ফিরতে হয়েছে ত্রাণবাহী গাড়িগুলোকে। যুদ্ধের তীব্রতার মুখে ত্রাণ তৎপরতা শেষ না করেই গত সোমবার সন্ধ্যায় দৌমা থেকে দামাস্কাসে ফেরা শুরু করে ত্রাণবাহী ৪৬টি ট্রাক। ইউএনএইচসিআরের সিরিয়া প্রতিনিধি সাজ্জাদ মালিক টুইট করেছেন, গোলাগুলির মধ্যেও আমরা যতটা পেরেছি ত্রাণ দিয়েছি। ওখানকার নাগনিকরা ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছেন। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন ত্রাণ বিতরণ কাজে যাদের নিয়োগ করা হয়েছিল তারা সবাই ভালো আছেন। এ ছাড়া কিছু ওষুধ পরিবহনে রুশ বাহিনীর কাছ থেকে বাধা পাওয়ার কথাও জানিয়েছে জাতিসংঘ ও রেডক্রস। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাষায় সন্ত্রাসীদের লক্ষ্য করে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রুশ সমর্থিত হামলা শুরুর পর এটিই ছিল এ ধরনের সাহায্য পৌঁছানোর প্রথম দফা। ব্রিটেনভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সোমবার যখন ত্রান পৌঁছাচ্ছিল তখনও যে হামলা চালানো হয়েছে তাতে ৬৮ জন মারা গেছেন। ভিওএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।