বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে শেরপুরে জেলা বিএনপির পক্ষ থেকে জেলা শহরের শেখ হাটি বাজারে মানব বন্ধন করা হয়েছ।
৬মার্চ দুপুরে অনুষ্ঠিত এ মানব বন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক প্রভাষক মামুনুর রশিদ পলাশ, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আক্রামুজ্জামান রাহাত, বিএনপি নেতা কামরুল হাসান, সেলিম শাহী, কমিশনার রুহুল আমীম, সুলতান আহাম্মেদ ময়না, আব্দুল হাকিম, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
এসময় জেলা বিএনপির সভাপতি মাহমুদল হক রুবেল বলেন, স্বৈরচারীর শাসনের জন্য এ সরকার সর্বকালের সর্ব রেকর্ড ভঙ্গ করেছে। ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় এসে আবার একই পথে ক্ষমতায় আসতে চাচ্ছে। এ জন্য তারা মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। অথচ এ অবৈধ সরকার শতশত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে আসছে। এর কোন বিচার এদেশে হচ্ছে না। তারা জানে এদেশের মানুষ তাদেরকে ভোট দেবে না। এজন্য তারা আবার সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার জন্য বিরোধীদলকে তাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচী পালন করতেও বাধা দিচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।