Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় কবিরাজকে হাত-পা বেঁধে হত্যা

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৮, ১:৩৭ পিএম

পাবনার চাটমোহরে হারাধন ভট্টাচার্য (৬৮) নামে এক কবিরাজকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে করিবাজের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত হারাধন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের মৃত পার্বতীনাথ ভট্টাচার্যের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কবিরাজের বাড়িতে ৩/৪ জন বোরখাপরা নারী এসেছিলেন। তারা বাড়ি থেকে চলে যাওয়ার পর স্থানীয়রা হারাধন ভট্টাচার্যকে হাত-পা বাঁধা ও মৃত অবস্থায় দেখতে পায়। তবে ঘর তছনছ এবং সেখানে ইনজেকশন দেয়ার সিরিঞ্জ পাওয়া গেছে।
কবিরাজকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে কীভাবে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাত-পা বেঁধে হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ