বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার দুপুরে ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামসুল আলম তোফার নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও তাঁতীদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, সহ সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, আনিসুর রহমান, খন্দকার রাসেদুল আলম, সাংগঠনিক সম্পাদক আঃ হামিদ তালুকদার, আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক, দপ্তর সম্পাদক মির্জা শাহীন, পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, যুবদল নেতা টিটন খান, মাসুদ তালুকদার, জেলা মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, তাঁতি দলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আঃ রউফ, জাসাসের যুগ্ম আহবায়ক বাবু পাভেল প্রমুখ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে আমাদের নেত্রীকে কারাবন্দি করা হয়েছে। আমাদের উপর বিভিন্ন ভাবে নির্যাতন করছে। আমরা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।