Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পে ৬৭ জনের প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

পাপুয়া নিউ গিনির প্রত্যন্ত একটি দ্বীপে গত সপ্তাহের ভূমিকম্পে অন্তত ৬৭ জন প্রাণ হারিয়েছে। এছাড়া এখনও সেখানে হাজার হাজার লোক গৃহহীন এবং খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে। সোমবার রেডক্রস একথা জানিয়েছে। এদিকে গত সপ্তাহের ভূমিকম্পের পর সোমবার ভোরে ৬ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প পরবর্তী কম্পনের কারণে দক্ষিণ হাইল্যাÐস, ওয়েস্টার্ন, এনগা ও হেলার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। পিএনজি’র রেডক্রস ও রেড ক্রিসেন্টের কান্ট্রি হেড উদয় রেগমী রাজধানী পোর্ট মোরেসবি থেকে বলেন, ‘ন্যাশনাল ডিজাস্টার সেন্টার ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম জানিয়েছে গত সপ্তাহের ভূমিকম্পে ৬৭ জন প্রাণ হারিয়েছে।’ তিনি আরো বলেন, ‘এতে প্রায় ১ লাখ ৪৩ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ১৭ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে।’ সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ