Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতের বিলাসবহুল ট্রেনে ভাড়া কমে অর্ধেক

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্বাদ থাকলে এবার আপনিও চড়তে পারেন প্যালেস অন হুইলস, গোল্ডেন চ্যারিয়ট বা মহারাজা এক্সপ্রেসের মতো বিলাসবহুল ট্রেনে। কারণ ভারতীয় রেল এই ট্রেনগুলির ভাড়া সাধারণের সাধ্যের মধ্যে আনতে চলেছে। ট্রেনগুলিতে ৫০ শতাংশ ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক।
সম্প্রতি দেখা গিয়েছে, গত কয়েক বছর ধরে প্যালেস অন হুইলস ও রয়্যাল রাজস্থান ট্রেন দুটি থেকে আয় উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে। প্রথমটির ক্ষেত্রে কমেছে ২৪ শতাংশ। দ্বিতীয়টির ক্ষেত্রে আয় কমেছে ৬৩ শতাংশ। এরপরই গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনায় বসে রেলবোর্ড। ১ মার্চ তাদের সিদ্ধান্ত জানান বোর্ডর কর্তারা।
দেখা গেছে, ট্রেন ভাড়ার সঙ্গে যুক্ত হোটেল ভাড়া ও আনুসঙ্গিক খরচ দিতে গিয়েই চাপে পড়ছেন পর্যটকরা। এমনকি, প্রত্যেক ক্ষেত্রেই এই বিপুল খরচ নিয়ে তারা আপত্তি জানিয়েছেন। এরপরই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, বিলাসবহুল এই ট্রেনগুলিতে যে খরচ সংশ্লিষ্ট রাজ্য পর্যটন নিগম ও আইআরসিটিসি বহন করে সেখানে কাটছাঁট করা হবে। আর এর ফলে প্রায় ৫০ শতাংশ খরচ কমে আসবে যাত্রীদের। ফলে মধ্যবিত্ত থেকে উচ্চ-মধ্যবিত্তদের হাতের নাগালে চলে আসবে এই বিলাসবহুল ট্রেনে ভ্রমণ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ