রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৮ নং সিংরইল ইউনিয়নের উদংমধুপুর গ্রামের একটি পরিবারকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে হয়রানির অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন গতকাল দুপুর ১২টায়। স্থানীয় শিয়ালধরা বাজারে সম্মেলনে ১, ২ ও ৩ নং সংরক্ষিত মহিলা আসনের বর্তমান ইউপি সদস্যা রোকেয়া বেগমের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্যে মো. মুসা মিয়া বলেন, জমি সংক্রান্ত ঘটনায় ইউপি সদস্যা রোকেয়া বেগমের সাথে তাদের দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছে। এরই জের ধরে নান্দাইল মডেল থানায় সাজানো মামলা দিয়ে হয়রানি করে আসছে। ইউপি সদস্যা নির্বাচিত হওয়ার পর থেকেই একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই পরিবারটিসহ এলাকার আরো অনেকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে দিয়ে হয়রানি করছে। আরো মিথ্যা মামলা করার পাঁয়তারা করছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্য ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রোকেয়ার মিথ্যা মামলার শিকার আসামিরা উপস্থিত ছিল। সংবাদ সম্মেলনে নান্দাইল মডেল থানায় রুজু করা মামলা দিয়ে এ পরিবারটিকে হয়রানির বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা দ্বারা সরেজমিন তদন্তসাপেক্ষ মিথ্যা মামলা থেকে অব্যাহতি দানের আহ্বান জানান ভূক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। সংবাদ সম্মেলনে যে, মিথ্যা ঘটনা দিয়ে মামলাটি সাজানো হয়েছে তার একটি সচিত্র ভিডিও উপস্থাপন করা হয়। ওই ভিডিওটি দেখলেই অনুমান করা যায়, দায়েরকৃত মামলাটি কতটুকু সত্য। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় যে, একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে গ্রামের নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তা বোধগম্য নয়। ভূক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দানের আহহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ১৩ নভেম্বর ২০০১ ভাসুর মো. লোকমান মিয়াকে মিথ্যা গর্ভপাতের সাজানো ঘটনা দিয়ে ছয়মাস জেল খাটিয়েছেন। কাজেই ওই মহিলা সদস্য যে মামলাবাজ, তার আর বলার অপেক্ষা রাখে না। সংবাদ সম্মেলনে নান্দাইলের ১৫ জন সিনিয়র সাংবাদিক উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।