Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

হাসিনা-কুয়াং বৈঠক, সমঝোতা সই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:৩৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রাণ দাই কুয়াং। দু নেতার একান্ত বৈঠকের পর তাদের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ-ভিয়েতনামের মধ্যে মৎস্য ও পানিসম্পদ, যন্ত্র প্রকৌশল ও সাংস্কৃতিক বিনিময় খাতে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আজ সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান ত্রাণ দাই কুয়াং। এ সময় ভিয়েতনামের প্রেসিডেন্টকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুই নেতার একান্ত বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এর আগে আজ সকালে সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভিয়েতনামের প্রেসিডেন্ট। পরে ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
গতকাল তিনদিনের সফরে সস্ত্রীক ঢাকায় পৌঁছান ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রাণ দাই কুয়াং।
উল্লেখ্য, গত ১৪ বছরে বাংলাদেশে এটাই ভিয়েতনামের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম সফর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাসিনা-কুয়াং
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ