Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া পাচ্ছে তো নেইমারকে?

হাসপাতাল ছেড়েছেন ব্রাজিল তারকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ভেঙ্গে যাওয়া পায়ে সফল অস্ত্রোপাচার শেষে হাসপাতাল থেকে রিও ডি জেনিরোর বিলাসবহুল বাসায় ফিরেছেন নেইমার। ঠিক কবে নাগাদ তিনি সুস্থ হয়ে মাঠে ফিরবেন এ বিষয়ে পরিষ্কারভাবে জানা যায়নি। তবে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারের অনুশীলনে ফেরার সময় জানতে অন্তত ছয় সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।
বেলো হরিজন্তের ম্যাটের ডেই হাসপাতাল থেকে গতকাল সকালে ছাড়া পান ব্রাজিলিয়ান তারকা। এর ২৪ ঘন্টা আগে তার ডান পায়ের অস্ত্রোপাচার সম্পন্ন হয়। অস্ত্রোপাচারটি সফল হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা।
এখন পিএসজির হয়ে মৌসুমের বাকী ম্যাচগুলোতে নেইমার আদৌ অংশ নিতে পারবেন কিনা সেটিই বড় প্রশ্ন। তাছাড়া সুস্থ্যতা ফিরে পাওয়ার পর আগামী জুনে রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলে কেমন পারফর্মেন্স নিয়ে ২৬ বছর বয়সী তারকা ফিরবেন সেটি নিয়েও চলছে নানান জল্পনা কল্পনা।
নেইমারের পায়ে অস্ত্রোপাচার শেষে চিকিৎসক লাসমার জানান,‘ তার বিবর্তন প্রক্রিয়ার উপর নির্ভর করছে সুস্থতা ফিরে পাওয়ার সময়। ছয় সপ্তাহ পর আমরা তার নতুন অবস্থা পর্যালোচনা করেত পারব।’ এ সময় হাসপাতালে পিএসজির প্রতিনিধিত্বকারী ফরাসি চিকিৎসক জেরার্ড সেইল্যান্ট নেইমারের মাঠে প্রত্যাবর্তন প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরতে নেইমারের অন্তত ছয় সপ্তাহ সময় লাগতে পারে। তিনি বলেন,‘ ওই ছয় সপ্তাহ অতিবাহিত হবার আগে আসলে বিস্তারিত তথ্য জানানো কঠিন।’
এর আগে লাসমার বলেছিলেন, বার্সেলোনা থেকে গত আগস্টে রেকর্ড পরিমান ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেয়া ফুটবল তারকার মাঠে ফিরতে দুই থেকে আড়াই মাস সময় লাগতে পারে। সেটি তিন মাসেও ঠেকতে পারে। তার কথা সঠিক হলে বিশ্বকাপের সুচনা লগ্নে নেইমারের মাঠে ফেরাটা দুস্কর হবে। দুই অনুশীলন ম্যাচেও খেলতে পারবেন না।
সেইল্যান্ট জানান, শনিবার একঘন্টা ১৫ মিনিট সময় লেগেছে নেইমারের পায়ে অস্ত্রোপাচার করতে। এরপর পুরো বিকেলটাই তিনি হাসপাতালের বিছানায় কাটিয়েছেন ট্রয়েসের বিপক্ষে পিএসজির লিগ ওয়ানের সরাসরি ম্যাচটি দেখে। ডি মারিয়া ও ক্রিস্টোফা এনকুঙ্কুর গোলে ম্যাচটি ২-০ গোলে জয় লাভ করে পিএসজি। তবে আগামীকাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপুর্ন ম্যাচে তার অনুপস্থিতি বিপাকে ফেলতে পারে ফরাসি জায়ান্টদের। ক্লাবে যোগ দেয়ার পর নেইমার সর্বমোট ৩০টি ম্যাচে অংশ নিয়ে ২৮টি গোল করেছেন। তার অনুপস্থিতিতে অবশ্য নিজেকে ভালো ভাবেই জানান দিচ্ছেন ডি মারিয়া। এদিন সাবেক ক্লাবের বিপক্ষে আর্জেন্টাইন উইঙ্গার কি করেন সেটাই এখন দেখার।
গত ২৫ ফেব্রæয়ারি মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচে পা ভেঙ্গার পর তার চিকিৎসা নিয়ে কিছুটা উত্তেজনা দেখা যায় পিএসজি ও ব্রাজিলীয় ফুটবল কর্তৃপক্ষের মধ্যে। নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসজি জানায়,‘ ক্লাবের ফিজিও থেরাপিস্টদের তত্বাবধানেই পরিচালিত হবে নেইমারের অস্ত্রোপাচার পরবর্তী পুর্বাসনের কাজ। এর আগে প্যারিসের সংবাদ মাধ্যম এল’ইকুইপের রিপোর্টে বলা হয়, ‘নেইমারের বাস্তবিক অবস্থা নিয়ে মিথ্যাচার করেছেন ব্রাজিলীয় চিকিৎসক লাসমার। এতে বলা হয়, মার্সেইয়ের বিপক্ষে নেইমারের ইনজুরিটি খুব বেশী গুরুতর ছিলনা। লাসমার যখন ঘোষণা দিলেন আঘাত গুরুতর এবং এবং সুস্থ হতে অনেক সময় লাগবে তখন কিছুটা আহত হয় পিএসজি।’
তবে পরশু চিকিৎসকরা জানিয়েছেন, পিএসজি ও ব্রাজিলীয় ফেডারেশনের মধ্যে কোন ধরনের বিভেদের সৃষ্টি হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাজিল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ