Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহারাষ্ট্রে ছাত্রীদের নগ্ন করে তল্লাশি

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পরীক্ষার হলে ঢোকার আগে ছাত্রীদের নগ্ন করে তল্লাশি চালানোর অভিযোগ উঠল দুই স্কুলকর্মীর বিরুদ্ধে। ভারতের পুণের এমআইটি বিশ্বশান্তি গুরুকুল স্কুলের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর, অভিযুক্ত দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দÐবিধির ৩৫৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার থেকে শুরু হয়েছে মহারাষ্ট্র উচমাধ্যমিক শিক্ষা পরিষদের অধিনে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষার প্রথম দিন সেই স্কুলে ২১৯জন পরীক্ষার্থীর মধ্যে ছিল ছাত্রীরাও। অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে পৌঁছে তারা জানতে পারে, নির্দিষ্ট তল্লাশির পরই তাদের হল ঘরে ঢুকতে দেওয়া হবে। ছাত্রীরা জানিয়েছে, চিট পেপার নিয়ে কেউ পরীক্ষার হলে ঢুকছে কি না তা দেখার জন্যই এই তল্লাশি করা হচ্ছে বলে সেখানে গিয়ে জানতে পারে তারা। তাদের অভিযোগ, তল্লাশির নামে সেখানে ছাত্রীদের জোর করে নগ্ন করে সেই কর্মীরা। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ