Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধবিরতি লঙ্ঘন পর্যবেক্ষণে ইন্দো-পাক কনফ্লিক্ট মনিটর

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ, নথিবদ্ধকরণ ও বিশ্লেষণ করতে ইন্দো-পাক কনফ্লিক্ট মনিটর নামে নতুন একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক নিরস্ত্রীকরণ, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক হ্যাপিমন জ্যাকবের উদ্যোগে গত শনিবার ওয়েবসাইটটি চালু করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার খবরটি জানিয়েছে। প্রায়ই ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ও যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দুই দেশ একে অপরকে দোষারোপ করে থাকে। দুই দেশই আলাদা আলাদা করে যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিসংখ্যান হাজির করে থাকে। ২০১৪ সালে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে ৫৮৩টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। একইসময়ে ভারতের বিরুদ্ধে ৩১৫টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে পাকিস্তান। ২০১৭ সালে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে ৫৮৩টি এবং পাকিস্তানি কর্তৃপক্ষ ভারতের বিরুদ্ধে ১৯৭০টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে। এ বছরের প্রথম মাসেই ভারত ১৯২টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। বিপরীত দিক থেকে পাকিস্তানের হিসেবে ভারতের এ বছর যুদ্ধবিরতি লঙ্ঘনের সংখ্যা ৪০০টি। যুদ্ধবিরতি লঙ্ঘনের পারস্পরিক এ দোষারোপের মধ্যে বেসরকারিভাবে একটি ওয়েবসাইট চালু করা হয়। সাবেক ভারতীয় রাষ্ট্রদূত বিবেক কাটজু ওয়েবসাইটটি উদ্বোধন করেন। জানানো হয়, ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ওপেন সোর্স ডাটা থেকে নিয়মিত পর্যবেক্ষণ করবে ওয়েবসাইটটি। ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে বিশদভাবে আলোচনা করতে এ ওয়েবসাইটটি সহায়ক হবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা। দ্য ওয়্যার

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ