Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্মসমর্পণ করতে যাচ্ছেন ফয়জুরের বাবা-মা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ৪:০৭ পিএম

শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর রহমানের বাবা-মা আত্মসমর্পণ করতে যাচ্ছেন । দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন ফয়জুরের এক নিকটাত্মীয়। হামলাকারী ফয়জুরের মামী বলেন, আমার স্বামী ফজলুর রহমান নির্দোষ। ফয়জুরের বাবা-মাকে না পেয়ে পুলিশ আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, আমার স্বামীর কাছ থেকে তথ্য সংগ্রহ করার জন্যই তাকে আটক করা হয়েছে। তিনি জানান, এরিমধ্যে এক নিকটাত্মীয়ের মাধ্যমে ফয়জুরের বাবা-মা আত্মসমর্পণের জন্য রওনা হয়েছেন। তবে কোন স্থান থেকে তারা আসছেন বিষয়টি তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন। ফজলুরকে আটকের সময় তিনি তার বাবার বাড়ি ছিলেন। স্থানীয় টুকেরবাজার ইউপি সদস্য গিয়াস উদ্দীন জানান, হামলাকারীর মামা ফজলুরকে আটকের পর তার ঘরে তালা লাগিয়ে বাড়িটি নজরদারিতে রেখেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। তার মাথায় এবং হাতে ছুরিকাঘাত করে হামলাকারী ফয়জুর। হামলার পরপরই তাকে আটক করে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। গণপিটুনিতে গুরুতর আহত হন ওই হামলাকারী। হামলার ঘটনায় হামলাকারীর চাচা আব্দুল কাহার লুলইকে (৫৫) সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়ারকাপন নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাব-৯। এর আগে ফয়জুরের মামা ফজলুর রহমানকে সিলেট থেকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফয়জুর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ