Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড. জাফর ইকবালের উপর হামলাকারী কওমী মাদ্রাসা শিক্ষকের মাদ্রাসা পড়ুয়া ছেলে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ৩:৫০ পিএম

দেশ বরেণ্য শিক্ষাবিদ, আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মানজনক বিচরণ ড. জাফর ইকবালের। সেই বরেণ্য ব্যক্তির উপর হামলার ঘটনা ‘টক অব দ্যা কান্ট্রি’। হামলার নেপথ্যে মোটিভ এখনও পরিষ্কার না হলেও হামলার ঘটনায় দেশ জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। এখন পর্যন্ত হামলাকারী ফয়জুর রহমানের (২৪) ব্যাপারে উঠে আসা তথ্য অনুযায়ী, সে সুনামগঞ্জ দিরাইয়ের কালিয়াপন গ্রামের হাফিজ আতিকুর রহমানের পুত্র। তিনি সিলেট নগরীর টুকের বাজারের একটি কওমী মাদ্রাসার শিক্ষক। হামলাকারী ফয়জুর, একসময় স্থানীয় ধল দাখিল মাদ্রাসায় ভর্তি হলেও পরবর্তীতে তারা গ্রাম ছেড়ে সিলেটের কুমারাগাওঁ শেখপাড়া এলাকার স্থায়ী ভাবে বসবাস করতে চলে আসে। বর্তমানে  বিশ্ববিদ্যালয় সংলগ্ন মঈন কম্পিউটার নামে একটি দোকানে কাজ করতো সে।



 

Show all comments
  • Md Zahedul Islam ৫ মার্চ, ২০১৮, ১:৪২ এএম says : 0
    দেশে সুশাসন না আসা পর্যন্ত কারো নিরাপত্তা নেই। আমরা সাধারণ মানুষরা নিরাপদে থাকতে চাই। আমরা এ ঘটনা আর দেখতে চাই না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাফর ইকবালের উপর হামলাকা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ