Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাফর ইকবালের নিরাপত্তার ত্রুটি ছিলো না -স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১:১৭ পিএম

শিক্ষাবিদ, লেখক, বিজ্ঞানী ও গবেষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় নিরাপত্তার কোনো ত্রুটি ছিলো না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার (০৪ মার্চ) রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় অবস্থিত নাজনীন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
মন্ত্রী বলেন, জাফর ইকবালের নিরাপত্তার কোনো ত্রুটি ছিলো না, ত্রুটি থাকলে হামলাকারী ধরা পড়তো না। হামলাকারী ধরা পড়েছে তার কাছে হামলার বিষয়ে জানতে পারবো।

‘যতটুকু জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয়ের পাশেই তার একটা কম্পিউটারের দোকান ছিলো। সে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, তার কাছে হামলার মোটিভ জানতে পারবো’।

কোনো উগ্রবাদী গোষ্ঠী হামলা চালিয়েছে কি-না? জানতে চাইলে তিনি বলেন, এজন্য আপনাদের আরেকটু অপেক্ষা করতে হবে। তার জবানবন্দি নিয়ে নেই। কেন বা কারা এই হামলা করেছে জানতে পারবো।

অতীতের বিভিন্ন হুমকির বিচার না হওয়াতেই এ হামলা কি-না? জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব হুমকির বিচার হচ্ছে, সব হত্যার ঘটনায় চার্জশিট হয়েছে। শুধুমাত্র একটা হত্যার ঘটনায় এখনো চার্জশিট হয়নি সেটি আপনারা জানেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছাত্র না হওয়া সত্ত্বেও কীভাবে হামলাকারী প্রবেশ করেছে? জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি তদন্তাধীন, আমরা তদন্ত করে দেখছি। তারপর বিস্তারিত জানা যাবে।



 

Show all comments
  • মুকুল আহমেদ ৪ মার্চ, ২০১৮, ১:৪৮ পিএম says : 0
    মাননীয মন্ত্রী মহোদয় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত জাফর ইকবাল স্যারের ওপর হামলার পূর্বের ছবিটি দয়া করে লক্ষ্য করুন। স্যারের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৪ জন পুলিশ সদস্য স্যারে পিছনে না দায়িয়ে ৪জনই অন্যদের পিছনে দাড়িয়ে আছেন আর স্যারের পিছনে দাড়িয়ে আছেন হামলাকারীসহ অন্যরা। সুতরাং নিরাপত্তায় ত্রুটি নাই- না বলে একটি দক্ষ টিমের মাধ্যমে সামগ্রিক দিক বিবেচনা করে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও মূল পরিকল্পনাকারীকে ধরে শাস্তির সমুক্ষিণ করুণ। আমরা জানি বাংলাদেশ পুলিশ অত্যন্ত দক্ষ ও চৌকশ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ