বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বেয়াই ও মাগুরা জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোকাদ্দেস আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি... রাজিউন।
মৃত্যুকালে সৈয়দ মোকাদ্দেসের বয়স হয়েছিল ৭২ বছর। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
শনিবার রাত ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার মাগুরা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর এ কথা জানান।
মাগুরা সদরের লক্ষ্মীকন্দর গ্রামের প্রয়াত সৈয়দ মিরাছ আলীর ছেলে সৈয়দ মোকাদ্দেস আলী খালেদার জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর মামা শ্বশুর।
হাবিব জানান, সৈয়দ মোকাদ্দেস শুক্রবার ঢাকার বাসায় স্ট্রোক করেন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তার লাশ ঢাকা বারডেম হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
লাশ দাফনের বিষয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্র প্রবাসী ছোট মেয়ে দেশে ফেরার পর তার লাশ দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।