Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাইজেরিয়ান নাগরিকসহ ২ জনকে গ্রেফতার করেছে পিবিআই

জালিয়াতির অভিযোগ

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা
প্রতারণার মাধ্যমে টাকা হাতানোর অভিযোগে নাইজেরিয়ার এক নাগরিকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা হলেন- নাইজেরিয়ার নাগরিক হেনরি এসিয়াকা (৪০) এবং বাংলাদেশি ইসমাইল হোসেন (৪৮)।
পিবিআই ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ দৈনিক ইনকিলাবকে জানান, পশ্চিম কাফরুলের তাহমিনা পারভিন এবং তুরাগ থানা এলাকার নাজিয়া তাবাস্সুম শাওনের কাছ থেকে পাওয়া অভিযোগ তদন্ত করতে গিয়ে দুই প্রতারকের নাম পাওয়া যায়। পরে সংবাদের ভিত্তিতে তেজতুরী বাজার এলাকা থেকে শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, নাইজেরিয়ার নাগরিক হেনরি এসিয়াকা ছয় বছর আগে ফুটবলার হিসেবে আরামবাগের হয়ে খেলতে আসেন। পরে মাঝে মাঝে ডাক পড়লে খেলতে যান। তার বিরুদ্ধে আগের আরো দুইটি মামলা রয়েছে বলে জানান তিনি। বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, প্রতারণার অভিযোগে গত বছর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতারকৃত হয়ে কারাগারে যেতে হয়েছিল হেনরি এসিয়াকাকে। সেখানেই পরিচয় হয় সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার হওয়া ইসমাইল হোসেন সঙ্গে। তারা কারাগার থেকে জামিনে বের হয়ে প্রতারণার ফাঁদ পাতে এবং সেই ফাঁদে পা দেন তাহমিনা ও নাজিয়া। তাহমিনার অভিযোগ- গত বছর সেপ্টেম্বর মাসে ফেইসবুকে উইলিয়াম ডেভিড নামের একজনের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে বিভিন্ন সময়ে তাদের চ্যাটিং হয়। একদিন কথিত উইলিয়াম ডেভিড তাকে উপহার দেয়ার কথা বলে তার ঠিকানা চায়। তাহমিনা ঠিকানা দিলে কিছুদিন পরে এক ব্যক্তি নিজেকে কুরিয়ার সার্ভিসের লোক পরিচয় দিয়ে জানান তার একটি ডকুমেন্ট এসেছে, বিমান বন্দরে আটকা পড়েছে, ছাড়াতে টাকা লাগবে। চাহিদা অনুযায়ি তাহমিনা ৪৫ হাজার টাকা দেন তাদের দেয়া একটি ব্যাংক অ্যাকাউন্টে। পরে আরেক দফা দেড় লাখ টাকা নেয়া হয় কাস্টমস অফিসারকে ঘুষ দেয়ার কথা বলে। উপহারের প্যাকেটে এক কোটি টাকার পাউন্ড রয়েছে বলা হয় এজন্য ট্যাক্স দিতে হবে, যার পারিমাণ প্রায় তিন লাখ টাকা বলে জানালে সে টাকাও চায় ডেভিড। এতে সন্দেহ হলে তাহমিনা এবং তার ছেলে সরাসরি দেখার করার ইচ্ছা প্রকাশ করলে ডেভিড যোগাযোগ বন্ধ করে দেয়। অন্যদিকে বশির আহমেদ বলেন, অন্যদিকে নাজিয়া নামের একজন অভিযোগ করেন গতবছর অগাস্টে একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষক পদে চাকরির জন্য তিনি অনলাইনে আবেদন করেন। কয়েকদিন পর তার মোবাইলে একজন ফোন ইংরেজিতে কথা বলে জানায়, চাকরির জন্য এক লাখ টাকা ঘুষ দিতে হবে। এজন্য প্রাথমিকভাবে তিনি ৪০ হাজার টাকা একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চান। কাউকে না বলে ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকাও পাঠিয়ে দেন নাজিয়া। পরে যোগোযোগ করার চেষ্টা করে ওই ব্যক্তির মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে নাজিয়া বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে কাজ করছে পিবিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ