Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হট লাইন-কোল্ড লাইন বুঝি না মশামুক্ত ঢাকা চাই

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীতে মশা নিধনে দুই সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপ প্রহণের দাবি জানিয়েছে কয়েকটি সামাজিত ও রাজনৈতিক সংগঠন। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে সংগঠনগুলোর নেতারা এ দাবি জানান।
এসম বক্তারা বলেন, রাজধানীতে মশার দৌরাত্ম্যে নগরবাসীর জীবন এখন অতিষ্ঠ। দিনে রাতে সব সময় চলছে মশার আধিপত্য। এতে ঢাকার বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া আতঙ্ক। হঠাৎ করেই মশার এমন দৌরাত্ম্য বাড়লেও মশা নিধনে তেমন কোনো নজর নেই সিটি কর্পোরেশনের। নগরবাসীর অভিযোগ মশক নিধন কর্মীদের দেখা মেলে কালেভদ্রে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সমপ্রতি মশা নিধনে হট লাইন চালু করেছে উল্লেখ করে বক্তারা বলেন, হট লাইন-কোল্ড লাইন বুঝি না, নগরবাসীর দাবি মশামুক্ত ঢাকা চাই। মাওলানা ভাসানী ঐক্যজোটের আহ্বায়ক এম এ ভাসানীর সভাপতিত্বে মানববন্ধনে অ্যাডভোকেট খন্দকার শামসুল আলম দুদু, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, নাগরিক উন্নয়ন ফোরামের সভাপতি মশিউর রহমান বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ