Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাজস্ব বৃদ্ধির নিয়ামক দেশপ্রেম - এনবিআর চেয়ারম্যান

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন ভূইয়া বলেছেন, রাজস্বকে সাফল্য মন্ডিত হওয়ার একটাই নিয়ামক, সেটি হল দেশপ্রেম। আমরা প্রত্যেকের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার চেষ্টা করছি। একই সাথে আমি যেসব ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছি সেখানেও তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। এছাড়া আমরা আসন্ন বাজেটে এমন একটা ফিস্টাল পলিসি দেয়ার চেষ্টা করব যেটিতে ব্যবসায়ীদের প্রতি কোন প্রকার জুলুমের চেষ্টা করা হবে না। কিন্তু সঠিকভাবে যাতে তাদের রেভিনিউ দিতে হয় সে ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে আমাদের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। বিষয়গুলি নিয়ে আমরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সাথে কথা বলব। গতকাল শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাযাত করেন তিনি।এ সময় এনবিআরের সদস্য এস এম আশফাক হুসেন, জিয়া উদ্দীন মাহমুদ, মিজ্ শাহনাজ পারভিনসহ রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চেয়ারম্যান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ