Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইসলামি বিধান ও শরীয়তের আহকাম সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হবে- মুয়াল্লিমবৃন্দ

ফতেয়াবাদে দা’ওয়াতে খায়র ইজতেমায় লাখো মুসল্লির ঢল

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

আসলাম পারভেজ হাটহাজারী থেকে : হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ হাইস্কুল মাঠে গতকাল শুক্রবার সকাল থেকে শুরু করে দিনব্যাপি দা’ওয়াতে খায়র ইজতেমার আয়োজন করা হয়। ইজতেমায় মুয়াল্লিমগণ বলেন, ইসলামি জীবন ব্যবস্থার আবশ্যকীয় ও জরুরি বিষয় হল ঈমান ও আমল। আল্লাহর একত্ত¡বাদ ও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়াত ও রিসালতের উপর পরিপূর্ণ বিশ্বাসের পর মুসলমানদের অবশ্যই নামাজ, রোজা, হজ্ব ও যাকাতের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। পাশাপাশি মুসলমানদের জীবন-মৃত্যু থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামি বিধানকে প্রতিপালন করতে হবে। যে মুসলমান ইসলামি বিধানকে সঠিকভাবে অনুসরণ ও বাস্তবায়ন করবে, সে অবশ্যই পরিপূর্ণ মোমেন মুসলমান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে। আরেকজন মোমিন মুসলমানই পারে মানবতার কল্যাণ করা। সৎপথে মানুষকে আহবান করা আর অসৎ পথ থেকে বিরত রাখা। আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউছিয়া কমিটি বাংলাদেশের সহযোগীতায় ও চট্টগ্রাম উত্তর জেলা গাউছিয়া কমিটি সার্বিক ব্যবস্থাপনায় ফতেয়াবাদ দা’ওয়াতে খায়র ইজতেমা উদযাপন কমিটি আয়োজিত ইজতিমায় বৃহত্তর চট্টগ্রাম থেকে ভোর ছয়টা হতে হাটহাজারীস্থ ফতেয়াবাদ বহুমূখী উচ্চ বিদ্যালয় ময়দানে মুসল্লিদের সমাগম ঘটে।
বিপুল সংখ্যক মুসল্লী আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমীর ইমামতিত্তে¡ জুমা’র নামাজ আদায় করেন। আঞ্জুমান রিসার্চ সেন্টারের মহা-পরিচালক ও দাওয়াতে খায়র এর জিম্মাদার আল্লামা এম.এ. মান্নান ও দাওয়াত-এ খায়র এর প্রধান মুয়াল্লিম পুরো ইজতেমার কার্যক্রম পরিচালনা করেন। ইসলামি দাওয়াত ও শরীয়তের আহকামের উপর বিষয়ভিত্তিক বয়ান করেন- শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী, অধ্যক্ষ হাফেজ সোলাইমান আনসারী, অধ্যক্ষ আল্লামা মুফতি অছিয়র রহমান আলকাদেরী, ক্বারী সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, আল্লামা মুহাম্মদ মুফতি আব্দুল ওয়াজেদ, আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রেজভী, ড. মাওলানা আ.ত.ম. লিয়াকত আলী, প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ